ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রী মানসুরার পোস্টে শিবিরের নিন্দা, আইডি ডিএ্যাকটিভ Logo রবি ওয়াইফাই’ কিনে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ Logo ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আলট্রা ব্যাটারি ও রিভার্স চার্জিং ফোন রিয়েলমি সি৮৫ উন্মোচন Logo ভাইরালের ঊর্ধ্বে নির্ভরযোগ্য তথ্য: দ্য ফ্রন্ট পেজের পাঁচ বছর Logo কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার Logo ১৮ দিনের ছুটিতে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা Logo শুক্রবার থেকে বন্ধ থাকবে মেট্রোরেল! Logo জাবিতে ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা: সভাপতি আয়ান, সম্পাদক অন্বেষা Logo ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে ইবির ইংরেজি বিভাগে স্নাতক ফলাফল, বিপাকে শতাধিক শিক্ষার্থী Logo কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

বাংলাদেশে যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নতুন উন্মোচিত হওয়া অপো এ৬ এবং অপো এ৬এক্সের সাথে দুই বছরের ওয়ারেন্টিসহ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এসেছে তারা। বার্ষিক ও’ ফ্যানস ফেস্টিভাল উপলক্ষে ইন্ডাস্ট্রির প্রথম চালু হওয়া এই সুরক্ষা ব্যবস্থাটি বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। ক্রেতাদের জন্য অভূতপূর্ব আত্মবিশ্বাস ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে এই ব্যবস্থাটি।

বাংলাদেশে প্রথমবারের মতো অপো এ৬ বা এ৬এক্স কেনা ক্রেতারা সম্পূর্ণ ৯০ দিনের রিপ্লেসমেন্ট সাপোর্ট উপভোগ করতে পারবেন। যা আগে কখনও পাওয়া যায়নি এমন মানসিক প্রশান্তি দেবে।
অপো এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা পুরো দিনের ব্যবহার ছাড়িয়েও ব্যতিক্রমী সহনশীলতা নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৯ আল্টিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, যা কঠিন পরিস্থিতিতে উচ্চস্তরের সুরক্ষা দেয় এবং এটিকে এই সেগমেন্টের সবচেয়ে টেকসই স্মার্টফোনগুলোর মধ্যে একটি করে তোলে। এমনকি ভারি কাজের সময়ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এ৬-এ উন্নত সুপারকুল ভিসি সিস্টেম রয়েছে, যা ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নিয়ে আসা হয়েছে। সুদৃঢ় কাঠামো ও প্রিমিয়াম অনুভূতির পাশাপাশি, অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লুর মতো প্রাণবন্ত রঙে নিয়ে আসা হয়েছে।

অপো এ৬এক্স দক্ষতা ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, বিনোদন ও প্রতিদিনের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য প্রসেসিং সক্ষমতা সরবরাহ করে। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি সারাদিনের পারফরম্যান্সের জন্য দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে। এর ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে এবং আইস ব্লু ও প্লাম পার্পলের মতো প্রাণবন্ত রঙ ডিভাইসটিকে সক্ষমতা ও স্টাইলের ভারসাম্যপূর্ণ সমন্বয় করে তোলে।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “অপো এ৬ ও এ৬এক্স, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি ও বর্ধিত দুই বছরের ওয়ারেন্টি নিয়ে এসেছে। যা বাংলাদেশে অপোর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে হাজির হয়েছে। এই উদ্যোগটি গুণগত মানের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি এবং একইসাথে, ও’ ফ্যানস কমিউনিটির প্রতি আমাদের গভীর নিষ্ঠার শক্তিশালী প্রতিফলন।”

জনপ্রিয়

ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রী মানসুরার পোস্টে শিবিরের নিন্দা, আইডি ডিএ্যাকটিভ

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

প্রকাশিত ০৮:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। দেশের প্রথম ও একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নতুন উন্মোচিত হওয়া অপো এ৬ এবং অপো এ৬এক্সের সাথে দুই বছরের ওয়ারেন্টিসহ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এসেছে তারা। বার্ষিক ও’ ফ্যানস ফেস্টিভাল উপলক্ষে ইন্ডাস্ট্রির প্রথম চালু হওয়া এই সুরক্ষা ব্যবস্থাটি বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। ক্রেতাদের জন্য অভূতপূর্ব আত্মবিশ্বাস ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে এই ব্যবস্থাটি।

বাংলাদেশে প্রথমবারের মতো অপো এ৬ বা এ৬এক্স কেনা ক্রেতারা সম্পূর্ণ ৯০ দিনের রিপ্লেসমেন্ট সাপোর্ট উপভোগ করতে পারবেন। যা আগে কখনও পাওয়া যায়নি এমন মানসিক প্রশান্তি দেবে।
অপো এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা পুরো দিনের ব্যবহার ছাড়িয়েও ব্যতিক্রমী সহনশীলতা নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে আইপি৬৯ আল্টিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, যা কঠিন পরিস্থিতিতে উচ্চস্তরের সুরক্ষা দেয় এবং এটিকে এই সেগমেন্টের সবচেয়ে টেকসই স্মার্টফোনগুলোর মধ্যে একটি করে তোলে। এমনকি ভারি কাজের সময়ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এ৬-এ উন্নত সুপারকুল ভিসি সিস্টেম রয়েছে, যা ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নিয়ে আসা হয়েছে। সুদৃঢ় কাঠামো ও প্রিমিয়াম অনুভূতির পাশাপাশি, অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লুর মতো প্রাণবন্ত রঙে নিয়ে আসা হয়েছে।

অপো এ৬এক্স দক্ষতা ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, বিনোদন ও প্রতিদিনের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য প্রসেসিং সক্ষমতা সরবরাহ করে। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি সারাদিনের পারফরম্যান্সের জন্য দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে। এর ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে এবং আইস ব্লু ও প্লাম পার্পলের মতো প্রাণবন্ত রঙ ডিভাইসটিকে সক্ষমতা ও স্টাইলের ভারসাম্যপূর্ণ সমন্বয় করে তোলে।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “অপো এ৬ ও এ৬এক্স, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি ও বর্ধিত দুই বছরের ওয়ারেন্টি নিয়ে এসেছে। যা বাংলাদেশে অপোর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে হাজির হয়েছে। এই উদ্যোগটি গুণগত মানের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি এবং একইসাথে, ও’ ফ্যানস কমিউনিটির প্রতি আমাদের গভীর নিষ্ঠার শক্তিশালী প্রতিফলন।”