Ovijatra
ঢাকাSaturday , 9 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

বাঁচতে চায় যবিপ্রবি শিক্ষার্থী সাজ্জাদ

Link Copied!

সাজ্জাদ, পুরো নাম মোঃ সাজ্জাদ হোসেন শামিম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন সাবেক মেধাবী শিক্ষার্থী। বর্তমানে তিনি সরকারি চাকুরীর জন্য পড়াশোনা করছেন।

পশ্চিম ভবানীপুর,ঝিনাইদহ সদরের এক কৃষক বাবার সন্তান তিনি। বাংলাদেশে কোন একটা সরকারি চাকুরীতে যোগদান করে সংসারের হাল ধরবেন আর অনুজদের দায় নিজ কাঁধে নেবেন এটা ছিল সবার প্রত্যাশা। কিন্তু হঠাৎ সেই প্রত্যাশায় এক প্রতিবন্ধকতা এসে বাধা দিল।

কোনো একদিন হাসপাতালে সর্দি কাশি, দুর্বলতার চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়ল তিনি এক বিরল ক্যানসার রোগে আক্রান্ত। জীবনঘাতী এই ক্যানসারটির নাম হলো Acute Myeloblastic Leu-kaemia (AML)। যেটি সাজ্জাদের জীবনকে শঙ্কায় ফেলে দিয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ এর হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তাকে প্রতি ২০-২১ দিন পর পর কেমোথেরাপি দিতে হবে, যার জন্য প্রয়োজন হবে প্রায় ১০-১২ লক্ষ টাকা। যেটি কোন ভাবেই তার কৃষক বাবার পক্ষে বহন করা সম্ভব না। এজন্য তার সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, বড় ভাই যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।

আসুন আমারা সাজ্জাদের পাশে দাঁড়াই। তাকে বাঁচানোর জন্য নিজ জায়গা থেকে বাড়িয়ে দেই সাহায্যের হাত।
ইসলামী ব্যাংক A/C: 20501256700297915
রাউটিং নম্বর: 125410946
বিকাশ (পার্সোনাল): +8801741096299
রকেট (পার্সোনাল): +88017410962992
নগদ (পার্সোনাল): +8801905271371

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।