ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

এইচবিও ম্যাক্সে আগামী ২৭ অক্টোবর আসছে নতুন সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:৫৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬ বার পঠিত

এইচবিও ম্যাক্সে আগামী ২৭ অক্টোবর আসছে নতুন সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি

বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশে নিজেদের বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আগামী ১৫ অক্টোবর থেকে এসব দেশের দর্শকেরা উপভোগ করবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা। নতুন দেশে সেবার উন্মোচন উপলক্ষে যেসব কনটেন্ট দেখা যাবে তার তালিকা দেখতে ক্লিক করুন এ লিঙ্কে।

বিশ্বের অন্যতম সেরা এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এইচবিও ম্যাক্সে রয়েছে এইচবিও’র কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা। সাথে আরও থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি* এবং এইচজিটিভি’র নির্বাচিত কনটেন্ট, সব এক প্ল্যাটফর্মে।

এইচবিও ম্যাক্স উন্মোচনের কিছুদিন পরেই গ্রাহকেরা দেখতে পারবেন এইচবিও’র নতুন অরিজিনাল সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি। স্টিফেন কিং -এর ইট ইউনিভার্সের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাতা অ্যান্ডি মুশিয়েটির সিনেমা ইট ও ইট চ্যাপ্টার টু -এর প্রিক্যুয়েল। সিরিজটিতে অভিনয় করেছেন টেইলর পেইজ, জোভান আদেপো, ক্রিস চক, জেমস রেমার, স্টিফেন রাইডার, ম্যাডেলিন স্টো, রুডি ম্যানকুসো ও বিল স্কারসগার্ড। টিভি তে প্রচারের জন্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি, বারবারা মুশিয়েটি এবং জেসান ফুকস।

এছাড়াও, এইচবিও ম্যাক্স -এর গ্রাহকদের জন্য থাকবে সুপারম্যান, সিনার্স ও ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস সহ বিশ্বমাতানো সব এইচবিও ও ম্যাক্স অরিজিনাল, যেমন: হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস, দ্য পেঙ্গুইন ও দ্য পিট। নতুন সিরিজের মধ্যে থাকবে দ্য পেপার ও মবল্যান্ড। পাশাপাশি, আর থাকবে রিয়ালিটি শো গোল্ড রাশ, ডেডলিয়েস্ট ক্যাচ ও ৯০ ডে ফিয়ন্সে। পরিবারের সবাই মিলে দেখার জন্য থাকবে অ্যাডভেঞ্চার টাইম, উই বেয়ার বেয়ার্স, টম অ্যান্ড জেরি, লুনি টুনস ও দ্য ওয়ান্ডারফুলি উইয়ার্ড ওয়ার্ল্ড অব গামবল।

আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এইচবিও ম্যাক্সের চমকপ্রদ স্ট্রিমিং অভিজ্ঞতা। গ্রাহক-কেন্দ্রিক ইন্টারফেইসের সহজ নেভিগেশনের মাধ্যমে এইচবিও ম্যাক্স একাধিক ডিভাইসে উপভোগ করা যাবে। প্ল্যাটফর্মটিতে সহজে কনটেন্ট সার্চ করা, জ্যঁরা রেইল, ব্র্যান্ড হাব ও পার্সোনালাইজেশন সুবিধার মাধ্যমে দর্শকেরা উপভোগ করবেন বিশ্ব মানসম্পন্ন স্ট্রিমিং অভজ্ঞতা। এইচবিও ম্যাক্সের গ্রাহকেরা এক সাবস্ক্রিপশনে সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রোফাইল তৈরি করতে পারবেন, যেখানে তারা তাদের প্রিয় চরিত্রকে প্রোফাইল অ্যাভাটার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে পাবেন কনটেন্ট সাজেশন। তারা পছন্দের কনটেন্ট সেভ করতে পারবেন এবং “কন্টিনিউ ওয়াচিং” ফিচার থাকার ফলে যেখানে কনটেন্ট দেখায় বিরতি নিবেন, সেখান থেকেই পরবর্তীতে দেখা শুরু করতে পারবেন। অফলাইনে দেখার জন্য কনটেন্ট ডাউনলোডও করা যাবে। এছাড়াও, প্ল্যাটফর্মটিতে বয়স-উপযোগী কনটেন্ট ও প্যারেন্টাল কন্ট্রোল সহ শিশুদের জন্য তৈরি করা যাবে বিশেষ প্রোফাইল।

এ নিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমসের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন, “এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে সেবা উন্মোচনের ধারাবাহিকতায় এইচবিও ম্যাক্সের বিশ্বজুড়ে আরও বেশি গ্রাহকদের জন্য অনন্য বিনোদন অভিজ্ঞতা নিশ্চিতে বৈশ্বিকভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে। বছরের শেষ নাগাদ এক শ’টিরও বেশি দেশে এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা উপভোগ করা যাবে এবং ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যেও সেবা উন্মোচন করা হবে।”

জনপ্রিয়

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

এইচবিও ম্যাক্সে আগামী ২৭ অক্টোবর আসছে নতুন সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি

প্রকাশিত ১০:৫৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশে নিজেদের বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আগামী ১৫ অক্টোবর থেকে এসব দেশের দর্শকেরা উপভোগ করবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা। নতুন দেশে সেবার উন্মোচন উপলক্ষে যেসব কনটেন্ট দেখা যাবে তার তালিকা দেখতে ক্লিক করুন এ লিঙ্কে।

বিশ্বের অন্যতম সেরা এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এইচবিও ম্যাক্সে রয়েছে এইচবিও’র কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা। সাথে আরও থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি* এবং এইচজিটিভি’র নির্বাচিত কনটেন্ট, সব এক প্ল্যাটফর্মে।

এইচবিও ম্যাক্স উন্মোচনের কিছুদিন পরেই গ্রাহকেরা দেখতে পারবেন এইচবিও’র নতুন অরিজিনাল সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি। স্টিফেন কিং -এর ইট ইউনিভার্সের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাতা অ্যান্ডি মুশিয়েটির সিনেমা ইট ও ইট চ্যাপ্টার টু -এর প্রিক্যুয়েল। সিরিজটিতে অভিনয় করেছেন টেইলর পেইজ, জোভান আদেপো, ক্রিস চক, জেমস রেমার, স্টিফেন রাইডার, ম্যাডেলিন স্টো, রুডি ম্যানকুসো ও বিল স্কারসগার্ড। টিভি তে প্রচারের জন্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি, বারবারা মুশিয়েটি এবং জেসান ফুকস।

এছাড়াও, এইচবিও ম্যাক্স -এর গ্রাহকদের জন্য থাকবে সুপারম্যান, সিনার্স ও ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস সহ বিশ্বমাতানো সব এইচবিও ও ম্যাক্স অরিজিনাল, যেমন: হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস, দ্য পেঙ্গুইন ও দ্য পিট। নতুন সিরিজের মধ্যে থাকবে দ্য পেপার ও মবল্যান্ড। পাশাপাশি, আর থাকবে রিয়ালিটি শো গোল্ড রাশ, ডেডলিয়েস্ট ক্যাচ ও ৯০ ডে ফিয়ন্সে। পরিবারের সবাই মিলে দেখার জন্য থাকবে অ্যাডভেঞ্চার টাইম, উই বেয়ার বেয়ার্স, টম অ্যান্ড জেরি, লুনি টুনস ও দ্য ওয়ান্ডারফুলি উইয়ার্ড ওয়ার্ল্ড অব গামবল।

আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এইচবিও ম্যাক্সের চমকপ্রদ স্ট্রিমিং অভিজ্ঞতা। গ্রাহক-কেন্দ্রিক ইন্টারফেইসের সহজ নেভিগেশনের মাধ্যমে এইচবিও ম্যাক্স একাধিক ডিভাইসে উপভোগ করা যাবে। প্ল্যাটফর্মটিতে সহজে কনটেন্ট সার্চ করা, জ্যঁরা রেইল, ব্র্যান্ড হাব ও পার্সোনালাইজেশন সুবিধার মাধ্যমে দর্শকেরা উপভোগ করবেন বিশ্ব মানসম্পন্ন স্ট্রিমিং অভজ্ঞতা। এইচবিও ম্যাক্সের গ্রাহকেরা এক সাবস্ক্রিপশনে সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রোফাইল তৈরি করতে পারবেন, যেখানে তারা তাদের প্রিয় চরিত্রকে প্রোফাইল অ্যাভাটার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে পাবেন কনটেন্ট সাজেশন। তারা পছন্দের কনটেন্ট সেভ করতে পারবেন এবং “কন্টিনিউ ওয়াচিং” ফিচার থাকার ফলে যেখানে কনটেন্ট দেখায় বিরতি নিবেন, সেখান থেকেই পরবর্তীতে দেখা শুরু করতে পারবেন। অফলাইনে দেখার জন্য কনটেন্ট ডাউনলোডও করা যাবে। এছাড়াও, প্ল্যাটফর্মটিতে বয়স-উপযোগী কনটেন্ট ও প্যারেন্টাল কন্ট্রোল সহ শিশুদের জন্য তৈরি করা যাবে বিশেষ প্রোফাইল।

এ নিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমসের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন, “এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে সেবা উন্মোচনের ধারাবাহিকতায় এইচবিও ম্যাক্সের বিশ্বজুড়ে আরও বেশি গ্রাহকদের জন্য অনন্য বিনোদন অভিজ্ঞতা নিশ্চিতে বৈশ্বিকভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে। বছরের শেষ নাগাদ এক শ’টিরও বেশি দেশে এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা উপভোগ করা যাবে এবং ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যেও সেবা উন্মোচন করা হবে।”