Ovijatra
ঢাকাThursday , 5 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

শত গৃহে বৃক্ষ রোপণ করলো পিস ফর পিপল ফাউন্ডেশন

Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শত গৃহে বৃক্ষ রোপণ করছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৫ জুন) সকালবেলা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনটির সদস্যরা একাধিক দলে ভাগ হয়ে আজিবপুর, মিজমিজি, কদমতলী, খালপাড়সহ আশপাশের একালার শতাধিক বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে গাছের চারা রোপণ করেম। প্রতিটি বাড়িতে ও ফাঁকা জায়গায় ফলদ, বনজ ও ঔষধি গাছের তিনশ চারা রোপণ করা হয়।

এসময় বাড়ির মানুষদের সঙ্গে পরিবেশ বাঁচাতে করণীয় নিয়ে আলোচনা করে পিস ফর পিপল ফাউন্ডেশন। এছাড়াও বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়কের পাশেও চারা রোপণ করা হয়।

পিস ফর পিপল ফাউন্ডেশনের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সেক্রেটারি মীরান সাইফের তত্ত্বাবধানে সংগঠনটির সভাপতি মো. তোফায়েল আহমেদ, সেক্রেটারি মো. আশিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মামুন প্রধান, প্রোগ্রাম সেক্রেটারি মো. আল-আমিন, প্রচার ও অফিস সেক্রেটারি মাজহার ইমন, ত্রাণ ও সহায়তা বিষয়ক সেক্রেটারি মো. কামরুল  কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, শুভাকাঙ্ক্ষী সদস্য সরোয়ার হোসেন খান আবির ও রাফিদুল ইসলাম তাহসিনসহ সবাই বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

জানা গেছে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে পিস ফর পিপল ফাউন্ডেশন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।