ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

বাহরাইনকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাহরাইনকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলাদেশের র‍্যাংকিং ১২৮, সেখানে বাহরাইনের ৯২। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে নিয়ে কি ছেলেখেলাটাই না করল বাংলাদেশ নারী ফুটবল দল। নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই মধ্যপ্রাচ্যের দেশটিকে গুনে গুনে সাত গোল দিলো লাল-সবুজের জার্সিধারীরা। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মিয়ানমারের ইয়াংগুনে রোববার (২৯ জুন) শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে ঋতুপর্ণারা।

দারুণ শটে শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। এরপর বাঁ পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। ১৫ মিনিটের মধ্যেই কোণঠাসা হয়ে পড়ে বাহরাইন। প্রথমার্ধেই আরও তিন গোল করে বাংলাদেশ।কিক অফের পর প্রথম মিনিটেই দারুণ আক্রমণ শাণায় বাংলাদেশ। বাঁ দিক থেকে দূরপাল্লার শট নেন ঋতুপর্ণা, গোলকিপার লাফিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় বল গ্লাভসে জমান।

চাপ ধরে রেখে দশম মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস দারুণ ক্ষিপ্রতায় অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন শামসুন্নাহার জুনিয়র। আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। স্বপ্না রানীর আড়াআড়ি ক্রস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ২৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পান মনিকা চাকমা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল মারেন ক্রসবারের উপর দিয়ে।৩২তম মিনিটে আফঈদা খন্দকারের ক্রসে তহুরা খাতুন হেডে জালে বল জড়ান, তবে অফসাইডের কারণে সেটি গোল হয়নি। ৩৫তম মিনিটে বক্সের ভেতরে দারুণ শট নিয়েছিলেন তহুরা, তবে প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে তা প্রতিহত হয়। ৪০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। মনিকার কর্নার থেকে বল পেয়ে যান মারিয়া। অনেকটা এগিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, সেখান থেকে বল পেয়ে যান কোহাতি কিসকু। জটলার মধ্যে টোকায় বল জালে জড়ান এই ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরও দুই গোল পায় বাংলাদেশ। বক্সের ঠিক ওপর থেকে তহুরার শট গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। একটু পর শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাক থেকে নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা। ‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে বুধবার (২ জুলাই) মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে বাংলাদেশ। ৬০তম মিনিটে সতীর্থের ক্রসে শামসুন্নাহার জুনিয়র টোকা দেওয়ার পর রাওয়ান আল আলির পা হয়ে বল জালে জড়ায়। ৭৪তম মিনিটে বক্সে ঢুকে বডি ডজে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে নিচু শটে স্কোরলাইন ৭-০ করেন মুনকি আক্তার। ৮৬তম মিনিটে জালে বল জড়ান বদলি ফরোয়ার্ড সাগরিকা। তবে অফসাইডের কারণে বাতিল হয় এই গোল। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বাহরাইনকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

প্রকাশিত ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

বাংলাদেশের র‍্যাংকিং ১২৮, সেখানে বাহরাইনের ৯২। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে নিয়ে কি ছেলেখেলাটাই না করল বাংলাদেশ নারী ফুটবল দল। নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই মধ্যপ্রাচ্যের দেশটিকে গুনে গুনে সাত গোল দিলো লাল-সবুজের জার্সিধারীরা। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মিয়ানমারের ইয়াংগুনে রোববার (২৯ জুন) শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে ঋতুপর্ণারা।

দারুণ শটে শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। এরপর বাঁ পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। ১৫ মিনিটের মধ্যেই কোণঠাসা হয়ে পড়ে বাহরাইন। প্রথমার্ধেই আরও তিন গোল করে বাংলাদেশ।কিক অফের পর প্রথম মিনিটেই দারুণ আক্রমণ শাণায় বাংলাদেশ। বাঁ দিক থেকে দূরপাল্লার শট নেন ঋতুপর্ণা, গোলকিপার লাফিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় বল গ্লাভসে জমান।

চাপ ধরে রেখে দশম মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস দারুণ ক্ষিপ্রতায় অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন শামসুন্নাহার জুনিয়র। আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। স্বপ্না রানীর আড়াআড়ি ক্রস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ২৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পান মনিকা চাকমা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল মারেন ক্রসবারের উপর দিয়ে।৩২তম মিনিটে আফঈদা খন্দকারের ক্রসে তহুরা খাতুন হেডে জালে বল জড়ান, তবে অফসাইডের কারণে সেটি গোল হয়নি। ৩৫তম মিনিটে বক্সের ভেতরে দারুণ শট নিয়েছিলেন তহুরা, তবে প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে তা প্রতিহত হয়। ৪০তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। মনিকার কর্নার থেকে বল পেয়ে যান মারিয়া। অনেকটা এগিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, সেখান থেকে বল পেয়ে যান কোহাতি কিসকু। জটলার মধ্যে টোকায় বল জালে জড়ান এই ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরও দুই গোল পায় বাংলাদেশ। বক্সের ঠিক ওপর থেকে তহুরার শট গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। একটু পর শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাক থেকে নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন তহুরা। ‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে বুধবার (২ জুলাই) মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে বাংলাদেশ। ৬০তম মিনিটে সতীর্থের ক্রসে শামসুন্নাহার জুনিয়র টোকা দেওয়ার পর রাওয়ান আল আলির পা হয়ে বল জালে জড়ায়। ৭৪তম মিনিটে বক্সে ঢুকে বডি ডজে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে নিচু শটে স্কোরলাইন ৭-০ করেন মুনকি আক্তার। ৮৬তম মিনিটে জালে বল জড়ান বদলি ফরোয়ার্ড সাগরিকা। তবে অফসাইডের কারণে বাতিল হয় এই গোল। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।