ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় উৎসর্গ করা হলো বিমান দুর্ঘটনার নিহত ও আহতদের

বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় উৎসর্গ করা হলো বিমান দুর্ঘটনার নিহত ও আহতদের

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় উৎসর্গ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের জয়ের মাধ্যমে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

একদিন আগেই, সোমবার (২১ জুলাই), বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করার পর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৩ জন নিহত হন, যার মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

এ ঘটনায় মঙ্গলবার সারা দেশে পালিত হয় রাষ্ট্রীয় শোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও শোক প্রকাশ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ বিসিবির অধীনস্থ সব মাঠে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে। এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনো ধরনের বিনোদনমূলক কার্যক্রম চালানো হয়নি এবং খেলার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। উভয় দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩৩ রান সংগ্রহ করে শেখ মেহেদী ও জাকের আলী অনিকের দৃঢ়তায়। জবাবে পাকিস্তান ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। পরে ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়াল কিছুটা লড়াই করলেও শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত করে টাইগাররা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাস বলেন, গতকাল বাংলাদেশে যা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এই জয়টি উৎসর্গ করতে চাই সেই সব মানুষদের উদ্দেশ্যে, যারা গতকালের ঘটনার শিকার হয়েছেন ও প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ দলের এই আবেগঘন জয় যেন ক্রিকেট মাঠের গণ্ডি পেরিয়ে পুরো জাতিকে একতাবদ্ধ করেছে শোক আর সাহসের এক অনন্য বার্তায়।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় উৎসর্গ করা হলো বিমান দুর্ঘটনার নিহত ও আহতদের

প্রকাশিত ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় উৎসর্গ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের জয়ের মাধ্যমে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

একদিন আগেই, সোমবার (২১ জুলাই), বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করার পর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৩ জন নিহত হন, যার মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

এ ঘটনায় মঙ্গলবার সারা দেশে পালিত হয় রাষ্ট্রীয় শোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও শোক প্রকাশ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ বিসিবির অধীনস্থ সব মাঠে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে। এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোনো ধরনের বিনোদনমূলক কার্যক্রম চালানো হয়নি এবং খেলার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। উভয় দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩৩ রান সংগ্রহ করে শেখ মেহেদী ও জাকের আলী অনিকের দৃঢ়তায়। জবাবে পাকিস্তান ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। পরে ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়াল কিছুটা লড়াই করলেও শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত করে টাইগাররা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাস বলেন, গতকাল বাংলাদেশে যা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এই জয়টি উৎসর্গ করতে চাই সেই সব মানুষদের উদ্দেশ্যে, যারা গতকালের ঘটনার শিকার হয়েছেন ও প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ দলের এই আবেগঘন জয় যেন ক্রিকেট মাঠের গণ্ডি পেরিয়ে পুরো জাতিকে একতাবদ্ধ করেছে শোক আর সাহসের এক অনন্য বার্তায়।