অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এটি হবে বাংলাদেশের ‘এ’ দলের এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার অংশগ্রহণ।
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট, যার পর্দা উঠবে ১৪ আগস্ট। অংশ নিচ্ছে বিগ ব্যাশ লিগের প্রতিনিধিত্বকারী দল, পাকিস্তান ‘এ’ দল এবং নেপালের জাতীয় দল।
প্রথমে ৯ আগস্ট অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও দুই দিন আগেই রওনা হবে বাংলাদেশ দল। এজন্য দেশীয় প্রস্তুতি পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন।
গত এক মাস ধরে চট্টগ্রামে অনুশীলনে রয়েছে দলটি, যেখানে তারা বিসিবি হাই পারফরমেন্স (এইচপি) দলের বিপক্ষে খেলছে তিনটি প্রস্তুতি ম্যাচ। আজ হয়েছে প্রথম ম্যাচ, পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ আগস্ট। প্রতিটি ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোয়, যা খেলোয়াড়দের ম্যাচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করবে।
এই টুর্নামেন্ট বাংলাদেশ ‘এ’ দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়ার একটি বড় সুযোগ। মূল জাতীয় দলও আগামী বছর দুই দশকের মধ্যে প্রথমবারের মত পূর্ণাঙ্গ সফরে যাবে অস্ট্রেলিয়ায়। সেই বড় সফরের আগে এটি হতে পারে একটি আদর্শ প্রস্তুতি মঞ্চ।
