বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন হয়েছে আজ সোমবার। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত সদস্যসহ মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন এবারের বোর্ডে। নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায়, মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে।
বিসিবির এক পরিচালক জানিয়েছেন, সভায় বিভাগ বণ্টন, আসন্ন বিপিএল, এবং দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
নির্বাচিত ২৫ পরিচালক:
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা):
আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর (চট্টগ্রাম),
আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান (খুলনা),
নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা),
সাখাওয়াত হোসেন (বরিশাল),
রাহাত শামস (সিলেট),
মোখলেসুর রহমান (রাজশাহী),
হাসানুজ্জামান (রংপুর)।
ক্যাটাগরি-২ (ঢাকা ক্লাব কোটা):
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী,
ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল,
মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু,
ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও অন্যান্য প্রতিষ্ঠান কোটা):
খালেদ মাসুদ পাইলট,
এম ইসফাক আহসান,
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
নতুন নেতৃত্বে বিসিবির এই প্রথম সভাকে ঘিরে ক্রিকেটাঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে—বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় কী আসছে, সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।
















