ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জাবিতে ‘Community Liberty Action Day’ দিবস পালিত

স্বাধীনতা, নাগরিক অধিকার ও নীতিনির্ধারণ বিষয়ে যুবকদের সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় আয়োজন করা হয়েছে ‘Community Liberty Action Day’।

শনিবার (১লা নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাশ্ববর্তী এলাকায় Students For Liberty (SFL) প্রতিষ্ঠানের আয়োজনে দিবসটি পালিত হয়।

রাস্তায় উন্মুক্ত বিতর্ক, পোস্টার ও আর্ট প্রদর্শনী, এবং অর্থনৈতিক ও নাগরিক স্বাধীনতা বিষয়ক লিফলেট বিতরণসহ নানা ব্যতিক্রমধর্মী কর্মসূচি আয়োজনটিতে ছিল। তরুণদের অংশগ্রহণে জমজমাট এই আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ সংগঠক ও স্থানীয় জনগণ।

ইভেন্টের মূল আয়োজক হিসেবে ছিলেন ফারজানা তায়্যিবা, মোহাম্মদ নেয়াজি মোরশেদ, মোহাম্মদ আরিয়ান কবির এবং মাকসুদুর রহমান। আয়োজক দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে এই উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘Policy Hackathon’, যেখানে শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনা, ছাত্র অধিকার ও ইন্টারনেট অ্যাক্সেসের মতো স্থানীয় সমস্যা নিয়ে বাস্তবভিত্তিক নীতিমালা প্রস্তাব তৈরি করবে। সেরা প্রস্তাবগুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

এই কর্মসূচি বৃহত্তর ‘Liberty Hub Initiative’-এর অংশ, যার উদ্দেশ্য তরুণদের নীতি উদ্ভাবন, জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণে সম্পৃক্ত করা। অংশগ্রহণকারীরা জানান, সমাজে স্বাধীনতা ও অধিকারচেতনা ছড়িয়ে দিতে তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। তারা মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন বিভিন্ন প্রদর্শনী ও বিতর্ক পর্বে।

ইভেন্ট শেষে পরিচালিত নলেজ সার্ভের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ তরুণের জ্ঞান ও সচেতনতার উন্নতি হয়েছে। সাভার ও আশপাশের এলাকায় ভবিষ্যতে স্বাধীনতা, নীতি ও নাগরিক দায়িত্ববোধ নিয়ে নিয়মিত আলোচনা, প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য একটি নতুন ‘Liberty Hub Student Committee’ গঠনের ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণদের অংশগ্রহণমূলক এই উদ্যোগ ভবিষ্যতে বাস্তব নীতিনির্ধারণে যুবসমাজের ভূমিকা জোরদার করবে এবং সমাজে স্বাধীনতা ও দায়িত্ববোধের সংস্কৃতি আরও সুসংহত করবে।

জনপ্রিয়

অবশেষে ম্যাচ আয়োজনের অনুমতি পেল বেঙ্গালুরুর ‘ট্র্যাজিক’ চিন্নাস্বামী স্টেডিয়াম

জাবিতে ‘Community Liberty Action Day’ দিবস পালিত

প্রকাশিত ১১:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

স্বাধীনতা, নাগরিক অধিকার ও নীতিনির্ধারণ বিষয়ে যুবকদের সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় আয়োজন করা হয়েছে ‘Community Liberty Action Day’।

শনিবার (১লা নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাশ্ববর্তী এলাকায় Students For Liberty (SFL) প্রতিষ্ঠানের আয়োজনে দিবসটি পালিত হয়।

রাস্তায় উন্মুক্ত বিতর্ক, পোস্টার ও আর্ট প্রদর্শনী, এবং অর্থনৈতিক ও নাগরিক স্বাধীনতা বিষয়ক লিফলেট বিতরণসহ নানা ব্যতিক্রমধর্মী কর্মসূচি আয়োজনটিতে ছিল। তরুণদের অংশগ্রহণে জমজমাট এই আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ সংগঠক ও স্থানীয় জনগণ।

ইভেন্টের মূল আয়োজক হিসেবে ছিলেন ফারজানা তায়্যিবা, মোহাম্মদ নেয়াজি মোরশেদ, মোহাম্মদ আরিয়ান কবির এবং মাকসুদুর রহমান। আয়োজক দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে এই উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘Policy Hackathon’, যেখানে শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনা, ছাত্র অধিকার ও ইন্টারনেট অ্যাক্সেসের মতো স্থানীয় সমস্যা নিয়ে বাস্তবভিত্তিক নীতিমালা প্রস্তাব তৈরি করবে। সেরা প্রস্তাবগুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

এই কর্মসূচি বৃহত্তর ‘Liberty Hub Initiative’-এর অংশ, যার উদ্দেশ্য তরুণদের নীতি উদ্ভাবন, জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণে সম্পৃক্ত করা। অংশগ্রহণকারীরা জানান, সমাজে স্বাধীনতা ও অধিকারচেতনা ছড়িয়ে দিতে তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। তারা মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন বিভিন্ন প্রদর্শনী ও বিতর্ক পর্বে।

ইভেন্ট শেষে পরিচালিত নলেজ সার্ভের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ তরুণের জ্ঞান ও সচেতনতার উন্নতি হয়েছে। সাভার ও আশপাশের এলাকায় ভবিষ্যতে স্বাধীনতা, নীতি ও নাগরিক দায়িত্ববোধ নিয়ে নিয়মিত আলোচনা, প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য একটি নতুন ‘Liberty Hub Student Committee’ গঠনের ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণদের অংশগ্রহণমূলক এই উদ্যোগ ভবিষ্যতে বাস্তব নীতিনির্ধারণে যুবসমাজের ভূমিকা জোরদার করবে এবং সমাজে স্বাধীনতা ও দায়িত্ববোধের সংস্কৃতি আরও সুসংহত করবে।