ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

জাবিতে ‘Community Liberty Action Day’ দিবস পালিত

স্বাধীনতা, নাগরিক অধিকার ও নীতিনির্ধারণ বিষয়ে যুবকদের সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় আয়োজন করা হয়েছে ‘Community Liberty Action Day’।

শনিবার (১লা নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাশ্ববর্তী এলাকায় Students For Liberty (SFL) প্রতিষ্ঠানের আয়োজনে দিবসটি পালিত হয়।

রাস্তায় উন্মুক্ত বিতর্ক, পোস্টার ও আর্ট প্রদর্শনী, এবং অর্থনৈতিক ও নাগরিক স্বাধীনতা বিষয়ক লিফলেট বিতরণসহ নানা ব্যতিক্রমধর্মী কর্মসূচি আয়োজনটিতে ছিল। তরুণদের অংশগ্রহণে জমজমাট এই আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ সংগঠক ও স্থানীয় জনগণ।

ইভেন্টের মূল আয়োজক হিসেবে ছিলেন ফারজানা তায়্যিবা, মোহাম্মদ নেয়াজি মোরশেদ, মোহাম্মদ আরিয়ান কবির এবং মাকসুদুর রহমান। আয়োজক দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে এই উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘Policy Hackathon’, যেখানে শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনা, ছাত্র অধিকার ও ইন্টারনেট অ্যাক্সেসের মতো স্থানীয় সমস্যা নিয়ে বাস্তবভিত্তিক নীতিমালা প্রস্তাব তৈরি করবে। সেরা প্রস্তাবগুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

এই কর্মসূচি বৃহত্তর ‘Liberty Hub Initiative’-এর অংশ, যার উদ্দেশ্য তরুণদের নীতি উদ্ভাবন, জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণে সম্পৃক্ত করা। অংশগ্রহণকারীরা জানান, সমাজে স্বাধীনতা ও অধিকারচেতনা ছড়িয়ে দিতে তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। তারা মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন বিভিন্ন প্রদর্শনী ও বিতর্ক পর্বে।

ইভেন্ট শেষে পরিচালিত নলেজ সার্ভের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ তরুণের জ্ঞান ও সচেতনতার উন্নতি হয়েছে। সাভার ও আশপাশের এলাকায় ভবিষ্যতে স্বাধীনতা, নীতি ও নাগরিক দায়িত্ববোধ নিয়ে নিয়মিত আলোচনা, প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য একটি নতুন ‘Liberty Hub Student Committee’ গঠনের ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণদের অংশগ্রহণমূলক এই উদ্যোগ ভবিষ্যতে বাস্তব নীতিনির্ধারণে যুবসমাজের ভূমিকা জোরদার করবে এবং সমাজে স্বাধীনতা ও দায়িত্ববোধের সংস্কৃতি আরও সুসংহত করবে।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

জাবিতে ‘Community Liberty Action Day’ দিবস পালিত

প্রকাশিত ১১:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

স্বাধীনতা, নাগরিক অধিকার ও নীতিনির্ধারণ বিষয়ে যুবকদের সচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় আয়োজন করা হয়েছে ‘Community Liberty Action Day’।

শনিবার (১লা নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাশ্ববর্তী এলাকায় Students For Liberty (SFL) প্রতিষ্ঠানের আয়োজনে দিবসটি পালিত হয়।

রাস্তায় উন্মুক্ত বিতর্ক, পোস্টার ও আর্ট প্রদর্শনী, এবং অর্থনৈতিক ও নাগরিক স্বাধীনতা বিষয়ক লিফলেট বিতরণসহ নানা ব্যতিক্রমধর্মী কর্মসূচি আয়োজনটিতে ছিল। তরুণদের অংশগ্রহণে জমজমাট এই আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ সংগঠক ও স্থানীয় জনগণ।

ইভেন্টের মূল আয়োজক হিসেবে ছিলেন ফারজানা তায়্যিবা, মোহাম্মদ নেয়াজি মোরশেদ, মোহাম্মদ আরিয়ান কবির এবং মাকসুদুর রহমান। আয়োজক দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে এই উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘Policy Hackathon’, যেখানে শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনা, ছাত্র অধিকার ও ইন্টারনেট অ্যাক্সেসের মতো স্থানীয় সমস্যা নিয়ে বাস্তবভিত্তিক নীতিমালা প্রস্তাব তৈরি করবে। সেরা প্রস্তাবগুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

এই কর্মসূচি বৃহত্তর ‘Liberty Hub Initiative’-এর অংশ, যার উদ্দেশ্য তরুণদের নীতি উদ্ভাবন, জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণে সম্পৃক্ত করা। অংশগ্রহণকারীরা জানান, সমাজে স্বাধীনতা ও অধিকারচেতনা ছড়িয়ে দিতে তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। তারা মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন বিভিন্ন প্রদর্শনী ও বিতর্ক পর্বে।

ইভেন্ট শেষে পরিচালিত নলেজ সার্ভের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ তরুণের জ্ঞান ও সচেতনতার উন্নতি হয়েছে। সাভার ও আশপাশের এলাকায় ভবিষ্যতে স্বাধীনতা, নীতি ও নাগরিক দায়িত্ববোধ নিয়ে নিয়মিত আলোচনা, প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য একটি নতুন ‘Liberty Hub Student Committee’ গঠনের ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণদের অংশগ্রহণমূলক এই উদ্যোগ ভবিষ্যতে বাস্তব নীতিনির্ধারণে যুবসমাজের ভূমিকা জোরদার করবে এবং সমাজে স্বাধীনতা ও দায়িত্ববোধের সংস্কৃতি আরও সুসংহত করবে।