যুক্তরাষ্ট্রের মিত্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগ করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে এই তথ্য জানিয়েছেন তিনি। তবে জোর দিয়ে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রয়োজন।
তিনি বলেন, এখন সবাই বলছে, ওহ, ভালো। এটিই সম্ভবত আমার দেওয়া সবচেয়ে বড় বক্তব্য। কারণ মানুষ ভেবেছিল আমি বলপ্রয়োগ করব। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘আমার বলপ্রয়োগ করার দরকার নেই। আমি বলপ্রয়োগ করতে চাই না। আমি বলপ্রয়োগ করব না।’’
তবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তার প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র তা ‘মনে রাখবে’ বলেও বিশ্বনেতাদের স্মরণ করিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের সুরক্ষার জন্য আমরা এক টুকরো বরফ চাই, আর তারা সেটা দিতে চায় না।
যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি-সংক্রান্ত কর্মকাণ্ডের প্রতিদান হিসেবে গ্রিনল্যান্ড ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যা চাইছে, তা কেবল গ্রিনল্যান্ড নামের একটি জায়গা; যেটি আমাদের কাছে একসময় তত্ত্বাবধায়ক ভূখণ্ড হিসেবে ছিল। কিন্তু অল্পদিন আগে সম্মান দেখিয়ে আমরা সেটি ডেনমার্কের কাছে ফিরিয়ে দিয়েছি।
সূত্র: এএফপি।



















