“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান, পরিসংখ্যান কেবল তথ্য নয়; এটি নীতি, পরিকল্পনা ও সুষম উন্নয়নের পথপ্রদর্শক” প্রতিপাদ্য ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে -“Quality Statistics and Data for Everyone” শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিকস এন্ড ডেটা সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছের নেতৃত্বে র্যালিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ব পরিসংখ্যান দিবস এবং র্যালির আয়োজন সম্পর্কে বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ বলেন, “কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা ফর এভরিওয়ান” প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। পরিসংখ্যান কেবল কিছু সংখ্যা নয়, এটি নীতিনির্ধারণ ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, গবেষণায় পরিসংখ্যানের ভুল ব্যবহারের কারণে প্রায়শই সঠিক সিদ্ধান্ত বা নীতিগত প্রভাব আসে না। উদাহরণস্বরূপ, যেখানে দৈনিক তথ্যের প্রয়োজন, সেখানে মাসিক তথ্য ব্যবহার করলে সঠিক ফলাফল পাওয়া কঠিন হয়।
তিনি আরও বলেন, র্যালির মূল উদ্দেশ্য ছিল “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান, পরিসংখ্যান কেবল তথ্য নয়; এটি নীতি, পরিকল্পনা ও সুষম উন্নয়নের পথপ্রদর্শক” স্লোগানকে সামনে রেখে পরিসংখ্যানের গুণগত মান এবং সঠিক ব্যবহার সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করা।
















