ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি
‘ভিত্তিহীন’ সংবাদ প্রকাশের অভিযোগ

আরটিভিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের লিগ্যাল নোটিশ

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনলাইন সংস্করণে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। শিবিরের পক্ষ থেকে এ নোটিশ পাঠান সংগঠনটির ছাত্রকল্যাণ সম্পাদক মো. তৌহিদ হাসান।

সোমবার (২০ অক্টোবর) তৌহিদ হাসানের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম। নোটিশটি আরটিভির সিইও, ব্যবস্থাপনা পরিচালক, মহা ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ), সিনিয়র প্রোডিউসার, হেড অব নিউজ, পরিচালক, অনলাইন ইনচার্জ, হেড অব ডিএসএম, চিফ রিপোর্টার কে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৪ অক্টোবর ১২টা ১০ মিনিটে, “তথ্যগত বিভ্রান্তির কারণে সংবাদটি প্রত্যাহার করা হয়েছে” শিরোনামে একটি সংশোধনী প্রতিবেদন আরটিভির অনলাইন পোর্টালে প্রকাশিত হয়।

প্রতিবেদনে দাবি করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্বব্যিালয়ে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর মধ্যে দুজন ছাত্রশিবিরের কর্মী। সংবাদটির মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের মর্যাদা ক্ষুণ্ণ ও ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।

নোটিশে তারা দাবি করেন, আরটিভি যে সংবাদ প্রকাশ করেছে, তা মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিকতার নীতি বহির্ভূত। আরটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর মধ্যে দুজন ছাত্রশিবিরের কর্মী। প্রকৃতপক্ষে এই তথ্য ভিত্তিহীন। এছাড়াও সংবাদটি প্রকাশের আগে শিবিরের দায়িত্বশীল, বিশ্বব্যিালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কারও মতামত নেওয়া হয়নি, যা সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী। আরটিভির এক প্রতিবেদক সত্য সংবাদ প্রচার করায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে দৃশ্যমান হয়।

আরটিভি থেকে প্রত্যাহারকৃত সংবাদটি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে দাবি করে শিবির নোটিশে উল্লেখ করে। নোটিশে উল্লেখ করা হয়, আরটিভি’র এই ‘সংশোধনী’ আসলে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ বিকৃতি, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা।, একই ঘটনার খবর দৈনিক জনকণ্ঠ, ঢাকা ভয়েস ২৪ ও দৈনিক সংগ্রামসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়— “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো সদস্য জড়িত নয়।” তারা আরও উল্লেখ করেন যে, এমনকি ১৭ অক্টোবর শিবিরের প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও বিষয়টি স্পষ্ট করা হয়।

নোটিশ পাঠানোর পরবর্তী তিনদিনের মধ্যে প্রচারিত সংশোধনী প্রতিবেদনটি প্রত্যারপূর্বক শিবিরের কাছে ক্ষমা না চাইলে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হবে বলে নোটিশে বলা হয়।

এ বিষয়ে নোটিশ প্রেরণকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম বলেন, গতকাল সৈয়দ আশিক রহমানসহ মোট নয়জনকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি জমা দেওয়া হলেও প্রাপকরা তা গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে এখনো জানা যায়নি। গত ১৪ই অক্টোবর “তথ্যগত বিভ্রান্তির” নামে একটি সংবাদ প্রতিবেদন কর্তন করেছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও সেক্রেটারি যৌথভাবে নিন্দা জানানোর পরেও তাদের প্রতিবেদনে শিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করে। অন্যান্য পত্রিকা যেমন দৈনিক জনকণ্ঠ ও সংগ্রাম, এবং এমনকি বিশ্ববিদ্যালয় ভিকটিমও শিবিরের সাথে জড়িত থাকার বিষয়টি সমর্থন করেনি। আরটিভি ভুল তথ্য প্রচার করেছে এবং র‌্যাগিংয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা শিবিরের নয় এ সংবাদ প্রচার করা রিপোর্টারকে বহিষ্কার করেছে। ৫ই আগষ্ট পরবর্তী সময়ে এরকম ঘটনা শিবির আশা করেনা।

তবে এবিষয়ে বক্তব্য জানতে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলুকে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

‘ভিত্তিহীন’ সংবাদ প্রকাশের অভিযোগ

আরটিভিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের লিগ্যাল নোটিশ

প্রকাশিত ০৮:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনলাইন সংস্করণে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। শিবিরের পক্ষ থেকে এ নোটিশ পাঠান সংগঠনটির ছাত্রকল্যাণ সম্পাদক মো. তৌহিদ হাসান।

সোমবার (২০ অক্টোবর) তৌহিদ হাসানের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম। নোটিশটি আরটিভির সিইও, ব্যবস্থাপনা পরিচালক, মহা ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ), সিনিয়র প্রোডিউসার, হেড অব নিউজ, পরিচালক, অনলাইন ইনচার্জ, হেড অব ডিএসএম, চিফ রিপোর্টার কে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৪ অক্টোবর ১২টা ১০ মিনিটে, “তথ্যগত বিভ্রান্তির কারণে সংবাদটি প্রত্যাহার করা হয়েছে” শিরোনামে একটি সংশোধনী প্রতিবেদন আরটিভির অনলাইন পোর্টালে প্রকাশিত হয়।

প্রতিবেদনে দাবি করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্বব্যিালয়ে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর মধ্যে দুজন ছাত্রশিবিরের কর্মী। সংবাদটির মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের মর্যাদা ক্ষুণ্ণ ও ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।

নোটিশে তারা দাবি করেন, আরটিভি যে সংবাদ প্রকাশ করেছে, তা মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিকতার নীতি বহির্ভূত। আরটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর মধ্যে দুজন ছাত্রশিবিরের কর্মী। প্রকৃতপক্ষে এই তথ্য ভিত্তিহীন। এছাড়াও সংবাদটি প্রকাশের আগে শিবিরের দায়িত্বশীল, বিশ্বব্যিালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কারও মতামত নেওয়া হয়নি, যা সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী। আরটিভির এক প্রতিবেদক সত্য সংবাদ প্রচার করায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে দৃশ্যমান হয়।

আরটিভি থেকে প্রত্যাহারকৃত সংবাদটি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে দাবি করে শিবির নোটিশে উল্লেখ করে। নোটিশে উল্লেখ করা হয়, আরটিভি’র এই ‘সংশোধনী’ আসলে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ বিকৃতি, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা।, একই ঘটনার খবর দৈনিক জনকণ্ঠ, ঢাকা ভয়েস ২৪ ও দৈনিক সংগ্রামসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়— “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো সদস্য জড়িত নয়।” তারা আরও উল্লেখ করেন যে, এমনকি ১৭ অক্টোবর শিবিরের প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও বিষয়টি স্পষ্ট করা হয়।

নোটিশ পাঠানোর পরবর্তী তিনদিনের মধ্যে প্রচারিত সংশোধনী প্রতিবেদনটি প্রত্যারপূর্বক শিবিরের কাছে ক্ষমা না চাইলে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হবে বলে নোটিশে বলা হয়।

এ বিষয়ে নোটিশ প্রেরণকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম বলেন, গতকাল সৈয়দ আশিক রহমানসহ মোট নয়জনকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি জমা দেওয়া হলেও প্রাপকরা তা গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে এখনো জানা যায়নি। গত ১৪ই অক্টোবর “তথ্যগত বিভ্রান্তির” নামে একটি সংবাদ প্রতিবেদন কর্তন করেছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও সেক্রেটারি যৌথভাবে নিন্দা জানানোর পরেও তাদের প্রতিবেদনে শিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করে। অন্যান্য পত্রিকা যেমন দৈনিক জনকণ্ঠ ও সংগ্রাম, এবং এমনকি বিশ্ববিদ্যালয় ভিকটিমও শিবিরের সাথে জড়িত থাকার বিষয়টি সমর্থন করেনি। আরটিভি ভুল তথ্য প্রচার করেছে এবং র‌্যাগিংয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা শিবিরের নয় এ সংবাদ প্রচার করা রিপোর্টারকে বহিষ্কার করেছে। ৫ই আগষ্ট পরবর্তী সময়ে এরকম ঘটনা শিবির আশা করেনা।

তবে এবিষয়ে বক্তব্য জানতে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলুকে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।