সাত কলেজকে সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে বৃহৎ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা কলেজের মূল ফটকে অবস্থিত অধ্যাদেশ মঞ্চে বিশাল গণজমায়েতের আয়োজন করবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী নাইম হাওলাদার জানান, উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে অধ্যাদেশ নিশ্চিত হলে উক্ত গণজমায়েতটি বিজয় মিছিলে রূপ নেবে। তবে অধ্যাদেশ জারিতে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে, গণজমায়েত থেকে শিক্ষার্থীরা যমুনা কিংবা সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
নাইম হাওলাদার আরও বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ও হালনাগাদকৃত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫” এর খসড়া উপদেষ্টা পরিষদে উত্থাপনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) সকল শিক্ষার্থীদের উপরোক্ত কর্মসূচি সম্পর্কে অবগত করা হচ্ছে এবং কর্মসূচি সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আসন্ন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্দোলনের এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















