Ovijatra
ঢাকাWednesday , 4 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

যবিপ্রবিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিবে আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল

Link Copied!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আদ্- দ্বীন চক্ষু হাসপাতাল যশোরের সৌজন্যে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ দীপক কুমার মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির ডাঃ এম. আর. খান মেডিকেল সেন্টারের ২০৯ ও ২১০ নং কক্ষে আগামী ৭ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৯.৩০ টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। উক্ত শিবিরে আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এর চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ চক্ষু সংক্রান্ত সকল রোগের সেবা প্রদান করবেন। এছাড়া প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এর ফ্রি চক্ষু শিবির চলমান থাকবে। কোন কারনে চক্ষু শিবির অনুষ্ঠিত না হলে সকলকে জানিয়ে দেওয়া হবে। আগামী ছয় মাসের চক্ষু চিকিৎসা শিবিরের সম্ভাব্য তারিখ হলো- ০৭ ও ২১ ডিসেম্বর ২০২৪,০৪ ও ১৮ জানুয়ারি,০১ ও ১৫ ফেব্রুয়ারী, ০১ ও ১৫ মার্চ,০৫ ও ১৯ এপ্রিল, ০৩ ও ১৭ মে ২০২৫।

যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ দীপক কুমার মন্ডল বলেন, যবিপ্রবি ও যশোর আদ্-দীন চক্ষু হাসপাতালের মধ্যে একটি চুক্তি হয়েছে। এ ধরনের উদ্যোগের জন্য উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। যার মাধ্যমে যবিপ্রবি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরগণ বিনামূল্যে প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে চোখের চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে চোখের লেন্স ও অপারেশন সহ বিভিন্ন সেবা স্বল্প মূল্যে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আশা করি সেবাটি আমরা দ্রুত চালু করতে পারবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।