Ovijatra
ঢাকাWednesday , 4 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

কবি নজরুল কলেজে গণঅভ্যুত্থানে শহীদদের জন্য স্মরণসভা

Link Copied!

জুলাই বিপ্লবে কবি নজরুল সরকারি কলেজের আহত ও শহীদ শিক্ষার্থীদের জন্য স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে কলেজ প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও আন্দোলন কারী শিক্ষার্থীরা স্মৃতি চারণ করেন। শিক্ষার্থীরা বলেন, আমাদের দুই হাজার ছাত্রজনতার জীবনের বিনিময়ে যে বিজয় অর্জন করেছি এই নতুন বাংলাদেশে যেন আবার নতুন করে সেই ফ্যাসিবাদ জন্ম না নেয় এজন্য ছাত্রজনতা ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমরা এ বিজয় ধরে রাখতে সব সময় সচেতন থাকবো।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা, অধ্যাপক মিলকী আমাতুল মুগনী, অধ্যপক ড. নুরুন নাহার, অধ্যপক জেসমিন আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ছাত্রজনতার বিজয়কে ব্যার্থ করার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে। বিদেশী  ষড়েযন্ত্র চলছে তাই আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।