ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

যবিপ্রবিতে ছাত্রদলের চিত্রপ্রদর্শনী

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৯:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১২ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের নৃশংসতার চিত্র প্রদর্শনী করেছে ছাত্রদল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভিন্নধর্মী এ চিত্র প্রদর্শনীতে তৎকালীন সময়ের বিভিন্ন সংবাদপত্রের কাটপিস উপস্থাপন করা হয়েছে, যেখানে ফুটে উঠেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ছিল এবং কীভাবে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। প্রদর্শনীর মাধ্যমে সেই দুঃসহ সময়ের নির্মম চিত্রগুলো উঠে আসে, যা প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থীদের মনে গভীর আবেগ ও বেদনার সঞ্চার করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

এসময় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং( বিএমই ) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম লিমন বলেন, ১৪ ই ডিসেম্বর ১৯৭১ শহীদ হওয়া বুদ্ধিজীবীদের শ্রদ্ধাবোধ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের নৃশংস হত্যাকান্ডের শিকার ১৯৭১ সালের বাঙালি জাতির সূর্য সন্তানদের গভীর ভাবে স্বরণ করছি। পরবর্তীতে এর একই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা ২০২৪ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাদের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ১৯৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে। এরপর তিনি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

যবিপ্রবিতে ছাত্রদলের চিত্রপ্রদর্শনী

প্রকাশিত ০৯:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের নৃশংসতার চিত্র প্রদর্শনী করেছে ছাত্রদল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভিন্নধর্মী এ চিত্র প্রদর্শনীতে তৎকালীন সময়ের বিভিন্ন সংবাদপত্রের কাটপিস উপস্থাপন করা হয়েছে, যেখানে ফুটে উঠেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ছিল এবং কীভাবে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। প্রদর্শনীর মাধ্যমে সেই দুঃসহ সময়ের নির্মম চিত্রগুলো উঠে আসে, যা প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থীদের মনে গভীর আবেগ ও বেদনার সঞ্চার করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

এসময় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং( বিএমই ) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম লিমন বলেন, ১৪ ই ডিসেম্বর ১৯৭১ শহীদ হওয়া বুদ্ধিজীবীদের শ্রদ্ধাবোধ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের নৃশংস হত্যাকান্ডের শিকার ১৯৭১ সালের বাঙালি জাতির সূর্য সন্তানদের গভীর ভাবে স্বরণ করছি। পরবর্তীতে এর একই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা ২০২৪ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাদের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ১৯৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে। এরপর তিনি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।