যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের নৃশংসতার চিত্র প্রদর্শনী করেছে ছাত্রদল।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভিন্নধর্মী এ চিত্র প্রদর্শনীতে তৎকালীন সময়ের বিভিন্ন সংবাদপত্রের কাটপিস উপস্থাপন করা হয়েছে, যেখানে ফুটে উঠেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ছিল এবং কীভাবে এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। প্রদর্শনীর মাধ্যমে সেই দুঃসহ সময়ের নির্মম চিত্রগুলো উঠে আসে, যা প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থীদের মনে গভীর আবেগ ও বেদনার সঞ্চার করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।
এসময় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং( বিএমই ) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম লিমন বলেন, ১৪ ই ডিসেম্বর ১৯৭১ শহীদ হওয়া বুদ্ধিজীবীদের শ্রদ্ধাবোধ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের নৃশংস হত্যাকান্ডের শিকার ১৯৭১ সালের বাঙালি জাতির সূর্য সন্তানদের গভীর ভাবে স্বরণ করছি। পরবর্তীতে এর একই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা ২০২৪ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাদের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ১৯৭১ এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে। এরপর তিনি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
