ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

যবিপ্রবিতে কর্মরত সাবেক যবিপ্রবিয়ানদের মিলনমেলা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৪:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১০ বার পঠিত

আলোচনা অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত সাবেক যবিপ্রবিয়ানদের মিলনমেলা ২০২৫। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ মিলনমেলা শুরু হয়। এতে ইএসটি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভীদ আঞ্জুম এবং পিইএসএস বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব সঞ্চালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন বলেন, যবিপ্রবিতে আসার পর যত পক্ষ আমার সাথে দেখা এসেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আপনাদের সাথে কথা বলে। আপনারা একত্রিত হয়ে অ্যালামনাই সোসাইটি গঠন করতে চাচ্ছেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। ডানে-বামে না তাকিয়ে এটি গঠন করুন। আপনারা সবাইকে বলবেন যে পরিচয় একটাই, সংগঠনও একটাই। যবিপ্রবি আপনাদের কতটা উপযুক্ত করেছে তার প্রমাণ আপনাদের স্ব স্ব কর্মস্থলে দেখাচ্ছেন। বিশ্ববিদ্যালয় হল মা তুল্য। অতএব সবার প্রতি আহ্বান থাকবে মায়ের মতো বিশ্ববিদ্যালয়ের জন্য একতাবদ্ধ হয়ে কিছু না কিছু করার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক যবিপ্রবিয়ানদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমাদের লক্ষ্য হবে আমরা যেন পরস্পরের ভাই-বোন হয়ে যাই। তাহলে আমরা সবাই একে অপরকে পাশে পাব। আমরা এখানে সবাই একটি পরিবার। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাটা ধরে রাখতে পারলে আমাদের সম্মান আরও বেড়ে যাবে। তখন সমাজ, রাষ্ট্র ও দেশের বাইরে আমাদের অবস্থান আরও সুদৃঢ় হবে। এই বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছেন তারা যেন শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নেয়। এই পরিবারের সবার জন্যই আমাদের হৃদয়ের জায়গা খোলা থাকবে, আমরা হৃদয় খুলে কথা বলব এবং যেকোনো সমস্যা বা বিষয় নিয়ে একে অপরের পাশে থাকব। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি সকলের সহযোগিতা চাই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক ও সহকারী অধ্যাপক ড. মোছা: আফরোজা খাতুন।

সাবেক যবিপ্রবিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ রাসেল আলী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নাজমুন নাহার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ড. মোঃ রাফিউল হাসান ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ড. সৈয়দ হাসান সোহান। এছাড়া অনুষ্ঠানে যবিপ্রবিতে কর্মরত প্রাক্তন যবিপ্রবিয়ানরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

যবিপ্রবিতে কর্মরত সাবেক যবিপ্রবিয়ানদের মিলনমেলা

প্রকাশিত ০৪:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

আলোচনা অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত সাবেক যবিপ্রবিয়ানদের মিলনমেলা ২০২৫। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ মিলনমেলা শুরু হয়। এতে ইএসটি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভীদ আঞ্জুম এবং পিইএসএস বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব সঞ্চালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন বলেন, যবিপ্রবিতে আসার পর যত পক্ষ আমার সাথে দেখা এসেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আপনাদের সাথে কথা বলে। আপনারা একত্রিত হয়ে অ্যালামনাই সোসাইটি গঠন করতে চাচ্ছেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। ডানে-বামে না তাকিয়ে এটি গঠন করুন। আপনারা সবাইকে বলবেন যে পরিচয় একটাই, সংগঠনও একটাই। যবিপ্রবি আপনাদের কতটা উপযুক্ত করেছে তার প্রমাণ আপনাদের স্ব স্ব কর্মস্থলে দেখাচ্ছেন। বিশ্ববিদ্যালয় হল মা তুল্য। অতএব সবার প্রতি আহ্বান থাকবে মায়ের মতো বিশ্ববিদ্যালয়ের জন্য একতাবদ্ধ হয়ে কিছু না কিছু করার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক যবিপ্রবিয়ানদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমাদের লক্ষ্য হবে আমরা যেন পরস্পরের ভাই-বোন হয়ে যাই। তাহলে আমরা সবাই একে অপরকে পাশে পাব। আমরা এখানে সবাই একটি পরিবার। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাটা ধরে রাখতে পারলে আমাদের সম্মান আরও বেড়ে যাবে। তখন সমাজ, রাষ্ট্র ও দেশের বাইরে আমাদের অবস্থান আরও সুদৃঢ় হবে। এই বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছেন তারা যেন শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নেয়। এই পরিবারের সবার জন্যই আমাদের হৃদয়ের জায়গা খোলা থাকবে, আমরা হৃদয় খুলে কথা বলব এবং যেকোনো সমস্যা বা বিষয় নিয়ে একে অপরের পাশে থাকব। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি সকলের সহযোগিতা চাই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক ও সহকারী অধ্যাপক ড. মোছা: আফরোজা খাতুন।

সাবেক যবিপ্রবিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোঃ রাসেল আলী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নাজমুন নাহার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ড. মোঃ রাফিউল হাসান ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ড. সৈয়দ হাসান সোহান। এছাড়া অনুষ্ঠানে যবিপ্রবিতে কর্মরত প্রাক্তন যবিপ্রবিয়ানরা উপস্থিত ছিলেন।