যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) খুলনা জেলা এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এসএম নাজমুস সাকিব।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তানজিম হোসেন রাইম, স্বপ্নীল কুন্ডু, মো: শাদীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিনা খাতুন ইমা, নূর মোহাম্মাদ ফাইম, আশরাফ আহমেদ আসিফ, সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন নিবিড়, এনায়েত শেখ, কোষাধ্যক্ষ সোহানুর রহমান সজীব, দপ্তর সম্পাদক মোঃ রায়হান হোসেন, সামিউল সিয়াম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ইফতিখার মাহমুদ লাবিব, তথ্য সম্পাদক মোঃ সামির ইকবাল ফারাবি, কার্যনির্বাহী সদস্য শেখ ইশতিয়াক মাহমুদ অয়ন, অনিন্দ্য রায়, হানিফ আকোন সিয়াম, মোঃ সামির হোসেন খান, হিরামন গাইন, আরাফ মোল্লা, মোঃ ফয়সাল ইকবাল।
