Ovijatra
ঢাকাThursday , 20 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ইবির আল-কুরআন বিভাগের ১ম পুনর্মিলনী শনিবার

Link Copied!

জমকালো আয়োজনে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের আল কুরআন বিভাগের সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, থিওলজী অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. শেখ এ বি এম জাকির হোসেন, বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দীন মিঝি, বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. আ ফ ম আকবর হোসেন, প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, প্রফেসর ড. জালাল উদ্দীন।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, আগামী শনিবার (২২ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আল-কুরআন বিভাগ প্রথমবারের মতো প্রাক্তন ছাত্রদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে। এতে অংশ নিচ্ছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বারোশোর অধিক প্রাক্তন শিক্ষার্থী।

আরো আরো জানান, সকাল ৯ টায় র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়ে, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ, অ্যালামনাই কমিটি গঠন এবং বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা করা হবে। এছাড়াও বিভিন্ন সুরে কুরআন তেলাওয়াতের সমন্বয়ে ব্যাতিক্রমী ‘কুরআন সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে।

বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দীন মিঝি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মানে আল কুরআন বিভাগের ইতিহাস। বিশ্ববিদ্যালয়ের যাত্রাকালের চারটি বিভাগের মধ্যে প্রথম বিভাগ এই আল কুরআন বিভাগ। আমরা আগামী ২২ ফেব্রুয়ারি আমাদের বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হতে যাচ্ছি। ইতিপূর্বে প্রায় এগারোশত অ্যালামনাই রেজিষ্ট্রেশন করেছেন। আশা করছি এই ডেলিগেট সংখ্যা বৃদ্ধি পাবে। আপনারা হয়তো জানেন, এই বিভাগ অ্যালামনাই গঠনের জন্য অনেক আগেই উদ্যোগ নিয়েছিলো। কিছু প্রতিকূল পরিবেশের কারণে এটি গড়ে ওঠে নি। এবার আমরা সেই উদ্যোগটি নিয়েছি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ উপলক্ষে আগামী শনিবার আমাদের এই অনুষ্ঠানটি হবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন বিভাগ। প্রথমে বিভাগটি ‘আল-কুরআন ওয়াল উলুমুল কোরআন’। পরবর্তীতে নাম পরিবর্তন করেঊ ‘আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ’। বিভাগ থেকে ২১০০ এর অধিক শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেন বলে জানা যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।