বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং অন্যায্য ফি প্রত্যাহারের দাবিতে ফের মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন করে তারা।
এসময় তাদের হাতে, ‘বৈষম্যমূলক এবং অনায্য ফি বাতিল করতে হবে’, শিক্ষানবিস আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়া চাই, BPSC পারলো বাংলাদেশ বার কাউন্সিলের কি হলো হলো, আমাদের দাবি মানতে হবে, We demand equality, বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন, শিক্ষানবিস আইনজীবীদের অধিকার নিশ্চিত করুন’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “বাংলাদেশ বার কাউন্সিলের কাজ হলো আইনজীবীদের অধিকার নিশ্চিত করা, সেখানে দাঁড়িয়ে বার কাউন্সিল যদি আইনের শিক্ষার্থীদের যারা ভবিষ্যতে বাংলাদেশের নিরাপরাধ মানুষের পাশে দাঁড়িয়ে আইনের লড়াই করবে, সেই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে অন্যায্যভাবে ৪০২০ ফি নির্ধারণ করার মত ব্যবসাবান্ধব সিদ্ধান্ত নেয় কখনোই মেনে নেওয়া যায় না।”
আরেক শিক্ষার্থী বলেন, “আমরা একই দাবিতে গত ৩ তারিখে মানববন্ধন করেছি। ৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রেস রিলিজ হয়েছে, ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে কিন্তু এতেও বার কাউন্সিলের কোন টনক নড়েনি। আমি আজ এই বিশ্ববিদ্যালয় থেকে বার্তা দিতে চাই, বার কাউন্সিলের নীতি নির্ধারকরা যদি দ্রুত সময়ের মধ্যে এই দাবি মেনে নিয়ে কোন সুরাহা না করেন বিক্ষোভ মিছিল করতে বাধ্য হবো, রাজপথের নামতে বাধ্য হব।
