ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ

কবি নজরুল কলেজের ‌১৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী; ছিলো না কোনো আয়োজন

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের ১৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১৬ মার্চ)। কিন্তু, দিনটি উপলক্ষে ছিলো না কোনো আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন না থাকায় হতাশা প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

 সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা জানাতে দেখা যায় শিক্ষার্থীদের।

কবি নজরুল কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী হাবিবা আক্তার বলেন, কলেজ প্রশাসন সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জমকালো আয়োজনে ‌১৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারতো। কিন্তু, তাদের কোনো আয়োজন ছিল না। আমরা ব্যক্তিগতভাবে ফেসবুকে কলেজের ছবি পোস্ট করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। তবে এটি আমাদের জন্য হতাশার।

 বাংলা বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, পুরান ঢাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ। কিন্তু, আমাদের কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোন আয়োজন করা হয়নি। এতে আমরা ভীষণ মর্মাহত।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কোনো কোনো কর্মসূচি না থাকায় আক্ষেপ করেন শিক্ষার্থীরা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কবি নজরুল সরকারি কলেজের সভাপতি দেওয়ান মুহাম্মাদ তাজিম বলেন, কবি নজরুল সরকারি কলেজ ঢাকার বুকে অন্যতম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যার বয়স দেরশত বছর পার হয়ে আজ ১৫১ বছর পূর্তি হলো। অথচ, কলেজ প্রশাসন থেকে এই উপলক্ষে সামান্যতম কোন আয়োজন না থাকা খুবই দুঃখজনক ঘটনা। অন্তত তারা কলেজ গেইটে একটি শুভেচ্ছা ব্যানার তো দিতে পারতো। আমরা মনে করি কলেজ প্রশাসন এই জায়গায় তাদের চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। যা কখনোই কাম্য ছিলো না।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নির্বাহী পরিষদের সংগঠক ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, ১৫১ বছরের ঐতিহ্যবাহী ক্যাম্পাসে নেই কোন আলোকসজ্জা, নেই কোন উৎযাপন। তিক্ত সত্য হলো আমরা ঐতিহ্য কে নিয়ে অনেক কথাই বলি কিন্তু বাস্তবে তা অন্তরে ধারণ ও লালন করতে পারি না। তার জন্যই হয়তো আজ প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন আয়োজন নেই। আমি মনে করি এই ঐতিহ্য কে উৎযাপনের মাধ্যমে ইতিহাস কে সুন্দর ভাবে তুলে ধরা যেত।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ বলেন, বর্ষপূর্তি একটি বিশেষ মুহূর্ত, যেখানে ক্যাম্পাসের ইতিহাস, অর্জন এবং ঐতিহ্যকে উদযাপন করা হয়। এমন একটি আনন্দঘন সময়ে আলোকসজ্জা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও অভাববোধ তৈরি হয়েছে। তবে, আলোকসজ্জা না হওয়ার পেছনে যদি প্রশাসনিক কোনো কারণ থাকে, তাহলে তা প্রশাসনের কাছ থেকে পরিষ্কারভাবে জানানো উচিত। আশা করি, ভবিষ্যতে বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ ও উল্লাস নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের ১৫১ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাস অন্ধকার, কোনো কর্মসূচী নাই এটা দুঃখজনক। আমরা শিক্ষার্থীরা হতাশ। অন্তত আলোকসজ্জা করা যেতো। এখানে কলেজ প্রশাসন উদাসীনতা দেখিয়েছে।

উল্লেখ্য, ঢাকা মাদরাসা নামে শুরু হওয়ার পরে চারবার নাম পরিবর্তন করে বর্তমানে হয়েছে কবি নজরুল সরকারি কলেজ। ১৯৯২ সাল থেকে কবি নজরুল সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। পরে ২০১৭ সালের ১৬ ফেরুয়ারি প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

জনপ্রিয়

ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ

কবি নজরুল কলেজের ‌১৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী; ছিলো না কোনো আয়োজন

প্রকাশিত ১১:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের ১৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১৬ মার্চ)। কিন্তু, দিনটি উপলক্ষে ছিলো না কোনো আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আয়োজন না থাকায় হতাশা প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

 সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা জানাতে দেখা যায় শিক্ষার্থীদের।

কবি নজরুল কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী হাবিবা আক্তার বলেন, কলেজ প্রশাসন সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জমকালো আয়োজনে ‌১৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারতো। কিন্তু, তাদের কোনো আয়োজন ছিল না। আমরা ব্যক্তিগতভাবে ফেসবুকে কলেজের ছবি পোস্ট করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। তবে এটি আমাদের জন্য হতাশার।

 বাংলা বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, পুরান ঢাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ। কিন্তু, আমাদের কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোন আয়োজন করা হয়নি। এতে আমরা ভীষণ মর্মাহত।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কোনো কোনো কর্মসূচি না থাকায় আক্ষেপ করেন শিক্ষার্থীরা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কবি নজরুল সরকারি কলেজের সভাপতি দেওয়ান মুহাম্মাদ তাজিম বলেন, কবি নজরুল সরকারি কলেজ ঢাকার বুকে অন্যতম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যার বয়স দেরশত বছর পার হয়ে আজ ১৫১ বছর পূর্তি হলো। অথচ, কলেজ প্রশাসন থেকে এই উপলক্ষে সামান্যতম কোন আয়োজন না থাকা খুবই দুঃখজনক ঘটনা। অন্তত তারা কলেজ গেইটে একটি শুভেচ্ছা ব্যানার তো দিতে পারতো। আমরা মনে করি কলেজ প্রশাসন এই জায়গায় তাদের চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। যা কখনোই কাম্য ছিলো না।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নির্বাহী পরিষদের সংগঠক ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, ১৫১ বছরের ঐতিহ্যবাহী ক্যাম্পাসে নেই কোন আলোকসজ্জা, নেই কোন উৎযাপন। তিক্ত সত্য হলো আমরা ঐতিহ্য কে নিয়ে অনেক কথাই বলি কিন্তু বাস্তবে তা অন্তরে ধারণ ও লালন করতে পারি না। তার জন্যই হয়তো আজ প্রতিষ্ঠা বার্ষিকীতে কোন আয়োজন নেই। আমি মনে করি এই ঐতিহ্য কে উৎযাপনের মাধ্যমে ইতিহাস কে সুন্দর ভাবে তুলে ধরা যেত।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ বলেন, বর্ষপূর্তি একটি বিশেষ মুহূর্ত, যেখানে ক্যাম্পাসের ইতিহাস, অর্জন এবং ঐতিহ্যকে উদযাপন করা হয়। এমন একটি আনন্দঘন সময়ে আলোকসজ্জা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও অভাববোধ তৈরি হয়েছে। তবে, আলোকসজ্জা না হওয়ার পেছনে যদি প্রশাসনিক কোনো কারণ থাকে, তাহলে তা প্রশাসনের কাছ থেকে পরিষ্কারভাবে জানানো উচিত। আশা করি, ভবিষ্যতে বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ ও উল্লাস নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের ১৫১ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাস অন্ধকার, কোনো কর্মসূচী নাই এটা দুঃখজনক। আমরা শিক্ষার্থীরা হতাশ। অন্তত আলোকসজ্জা করা যেতো। এখানে কলেজ প্রশাসন উদাসীনতা দেখিয়েছে।

উল্লেখ্য, ঢাকা মাদরাসা নামে শুরু হওয়ার পরে চারবার নাম পরিবর্তন করে বর্তমানে হয়েছে কবি নজরুল সরকারি কলেজ। ১৯৯২ সাল থেকে কবি নজরুল সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। পরে ২০১৭ সালের ১৬ ফেরুয়ারি প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।