ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

কবি নজরুল কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে আলোচনা সভা

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব।

 

রোববার (২৫ মে) কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় এই বর্ণাঢ্য উৎসব। অনুষ্ঠানের আলোচনা পর্বে বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মাদ হায়দার মিঞা এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। এ ছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে আলোচনা পর্বের ফাঁকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার কবি নজরুলকে স্মরণ করে নজরুলের ‘সাম্যবাদী’ কবিতা আবৃত্তি করেন।

 

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে আয়োজিত আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ও নজরুলের গান পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। বাল্যকালেই তার সাহিত্য প্রতিভার বিকাশ শুরু হয় যা জীবনের শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল।

 

তিনি আরও বলেন, বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন সাম্য ও মানবতার কবি। আজ কবির জন্মবার্ষিকীতে তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা । কবির গান ও কবিতা আমাদের বিভিন্ন আন্দোলনে প্রেরণা ও সাহস যুগিয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে কবি নজরুল সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব গান এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

কবি নজরুল কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে আলোচনা সভা

প্রকাশিত ০৬:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব।

 

রোববার (২৫ মে) কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় এই বর্ণাঢ্য উৎসব। অনুষ্ঠানের আলোচনা পর্বে বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মাদ হায়দার মিঞা এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। এ ছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে আলোচনা পর্বের ফাঁকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার কবি নজরুলকে স্মরণ করে নজরুলের ‘সাম্যবাদী’ কবিতা আবৃত্তি করেন।

 

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে আয়োজিত আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ও নজরুলের গান পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। বাল্যকালেই তার সাহিত্য প্রতিভার বিকাশ শুরু হয় যা জীবনের শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল।

 

তিনি আরও বলেন, বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন সাম্য ও মানবতার কবি। আজ কবির জন্মবার্ষিকীতে তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা । কবির গান ও কবিতা আমাদের বিভিন্ন আন্দোলনে প্রেরণা ও সাহস যুগিয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে কবি নজরুল সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব গান এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।