ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

টিকটক ‘ফর ইউ’ ফিডে মিলছে এআই ও কাস্টমাইজেশন ফিচার

টিকটক ‘ফর ইউ’ ফিডে মিলছে এআই ও কাস্টমাইজেশন ফিচার

টিকটক ইউজারদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন কিছু ফিচার নিয়ে এসেছে। নতুন আপডেটগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ‘ফর ইউ ফিড’ আরও ভালোভাবে কন্ট্রোল করার পাশাপাশি পছন্দের কন্টেন্ট ও ক্রিয়েটরদের সহজেই খুঁজে পাবেন।

‘ফর ইউ’ ফিড হলো টিকটকের সবচেয়ে জনপ্রিয় ফিচার, যেখানে ইউজাররা নতুন বিভিন্ন ধরনের কন্টেন্ট খুঁজে পান এবং ক্রিয়েটররা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারেন। যেমন মাহিমমেক্স এর রান্নার ভিডিও হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করছে আবার নাদির অন দ্যা গো এর মত ক্রিয়েটররা ভ্রমণ নিয়ে কন্টেন্ট দিয়ে প্রাণবন্ত কমিউনিটি গড়ে তুলেছেন। আয়মান সাদিক শিক্ষামূলক কন্টেন্ট দ্বারা লক্ষ লক্ষ ইউজারদের সহযোগিতা করছে। এখন থেকে এই ফিড আরও কাস্টমাইজ করা যাবে। নতুন ফিচারগুলোর মধ্যে আছে, টপিক সিলেক্ট করার ফ্রিকোয়েন্সি কাস্টমাইজ করতে যুক্ত হয়েছে “ম্যানেজ টপিকস” ফিচার, কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য আছে “এআই-চালিত স্মার্ট কিওয়ার্ড ফিল্টার” এবং একটি শিক্ষামূলক গাইড যা ইউজারদের তাদের “ফর ইউ” ফিডের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে।

“ম্যানেজ টপিকস” ফিচারের মাধ্যমে, ইউজাররা তাদের ফিডে দশটির বেশি জনপ্রিয় বিষয়ের মধ্যে কন্টেন্টের ফ্রিকোয়েন্সি কাস্টমাইজ করতে পারবেন, যেমন ক্রিয়েটিভ আর্টস, ভ্রমণ, প্রকৃতি এবং খেলা ইত্যাদি। এই ফিচারটি বর্তমান ট্রেন্ড গুলোর সাথে মিল রেখে ফিড সাজানোর পাশাপাশি ইউজারদের আগ্রহের ভিত্তিতে ফিড কাস্টমাইজ করার সুযোগ দিবে।

এছাড়াও নতুন “স্মার্ট কিওয়ার্ড ফিল্টার” যা টিকটকের আগে থেকে থাকা কীওয়ার্ড ফিল্টার টুলকে এআই-এর মাধ্যমে আরও উন্নত করেছে। ইউজাররা দেখতে পারবেন কোন কীওয়ার্ডগুলো ফিল্টার করা হয়েছে এবং শীঘ্রই তারা নিজেরাই এই ফিল্টার কাস্টমাইজ করতে পারবেন।

‘ফর ইউ ফিড’ সহজেই বোঝা এবং ম্যানেজ করার জন্য টিকটক এডুকেশনাল গাইড চালু করেছে, যেখানে সব টিপস ও টুলস এক জায়গায় পাওয়া যাবে। ইতিমধ্যে এই ধরনের এডুকেশনাল ভিডিও গ্লোবালি ১৮০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

টিকটকের অপারেশনস ও ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান অ্যাডাম প্রেসার জানিয়েছেন, ‘ফর ইউ’ ফিডের মাধ্যমে টিকটক একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে ইউজাররা তাদের নতুন আগ্রহ বা পছন্দের কমিউনিটি খুঁজে পায় এবং আমরা এই ফিচারগুলো আরও উন্নত করে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং সঠিক কন্টেন্ট অভিজ্ঞতা তৈরি করতে পেরে আনন্দিত।” এই আপডেটগুলো টিকটকের সব অ্যাকাউন্টেই পাওয়া যাচ্ছে।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টিকটক ‘ফর ইউ’ ফিডে মিলছে এআই ও কাস্টমাইজেশন ফিচার

প্রকাশিত ১১:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

টিকটক ইউজারদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন কিছু ফিচার নিয়ে এসেছে। নতুন আপডেটগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ‘ফর ইউ ফিড’ আরও ভালোভাবে কন্ট্রোল করার পাশাপাশি পছন্দের কন্টেন্ট ও ক্রিয়েটরদের সহজেই খুঁজে পাবেন।

‘ফর ইউ’ ফিড হলো টিকটকের সবচেয়ে জনপ্রিয় ফিচার, যেখানে ইউজাররা নতুন বিভিন্ন ধরনের কন্টেন্ট খুঁজে পান এবং ক্রিয়েটররা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারেন। যেমন মাহিমমেক্স এর রান্নার ভিডিও হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করছে আবার নাদির অন দ্যা গো এর মত ক্রিয়েটররা ভ্রমণ নিয়ে কন্টেন্ট দিয়ে প্রাণবন্ত কমিউনিটি গড়ে তুলেছেন। আয়মান সাদিক শিক্ষামূলক কন্টেন্ট দ্বারা লক্ষ লক্ষ ইউজারদের সহযোগিতা করছে। এখন থেকে এই ফিড আরও কাস্টমাইজ করা যাবে। নতুন ফিচারগুলোর মধ্যে আছে, টপিক সিলেক্ট করার ফ্রিকোয়েন্সি কাস্টমাইজ করতে যুক্ত হয়েছে “ম্যানেজ টপিকস” ফিচার, কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য আছে “এআই-চালিত স্মার্ট কিওয়ার্ড ফিল্টার” এবং একটি শিক্ষামূলক গাইড যা ইউজারদের তাদের “ফর ইউ” ফিডের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে।

“ম্যানেজ টপিকস” ফিচারের মাধ্যমে, ইউজাররা তাদের ফিডে দশটির বেশি জনপ্রিয় বিষয়ের মধ্যে কন্টেন্টের ফ্রিকোয়েন্সি কাস্টমাইজ করতে পারবেন, যেমন ক্রিয়েটিভ আর্টস, ভ্রমণ, প্রকৃতি এবং খেলা ইত্যাদি। এই ফিচারটি বর্তমান ট্রেন্ড গুলোর সাথে মিল রেখে ফিড সাজানোর পাশাপাশি ইউজারদের আগ্রহের ভিত্তিতে ফিড কাস্টমাইজ করার সুযোগ দিবে।

এছাড়াও নতুন “স্মার্ট কিওয়ার্ড ফিল্টার” যা টিকটকের আগে থেকে থাকা কীওয়ার্ড ফিল্টার টুলকে এআই-এর মাধ্যমে আরও উন্নত করেছে। ইউজাররা দেখতে পারবেন কোন কীওয়ার্ডগুলো ফিল্টার করা হয়েছে এবং শীঘ্রই তারা নিজেরাই এই ফিল্টার কাস্টমাইজ করতে পারবেন।

‘ফর ইউ ফিড’ সহজেই বোঝা এবং ম্যানেজ করার জন্য টিকটক এডুকেশনাল গাইড চালু করেছে, যেখানে সব টিপস ও টুলস এক জায়গায় পাওয়া যাবে। ইতিমধ্যে এই ধরনের এডুকেশনাল ভিডিও গ্লোবালি ১৮০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

টিকটকের অপারেশনস ও ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান অ্যাডাম প্রেসার জানিয়েছেন, ‘ফর ইউ’ ফিডের মাধ্যমে টিকটক একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে ইউজাররা তাদের নতুন আগ্রহ বা পছন্দের কমিউনিটি খুঁজে পায় এবং আমরা এই ফিচারগুলো আরও উন্নত করে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং সঠিক কন্টেন্ট অভিজ্ঞতা তৈরি করতে পেরে আনন্দিত।” এই আপডেটগুলো টিকটকের সব অ্যাকাউন্টেই পাওয়া যাচ্ছে।