প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে ৭৭ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়, ফলে আগামী মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি। ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।
এই ম্যাচে জিতলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৩ ও ২০১৭ সালে দু’বার সিরিজ ড্র করলেও, কখনও জয় পাওয়া হয়নি।
দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, প্রথম ম্যাচের হার আমাদের মেনে নিতে কষ্ট হয়েছিল, কিন্তু আমরা মনোবল হারাইনি। এবার আমরা সিরিজ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে মাত্র একবার প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজ জিতেছে, সেটা ছিল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার আর হোয়াইটওয়াশের ভয় নেই, আছে ইতিহাস গড়ার হাতছানি।
দুই দলের সম্ভাব্য একাদশ: বাংলাদেশ একাদশে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়তে পারেন হাসান মাহমুদ। ইনজুরি কাটিয়ে ফিট হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তামিম, ইমন, নাইম, শান্ত, হৃদয়, লিটন, জাকের, শামীম, রিশাদ, তানভীর, মুস্তাফিজ, তানজিম, তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ।
শ্রীলংকা দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশাঙ্কা, আভিস্কা, মাধুশকা, কুশল মেন্ডিস, সামারাবিক্রমা, কামিন্দু, লিয়ানাগে, ওয়েলালাগে, হাসারাঙ্গা, থিকশানা, ভান্ডারসে, রত্নায়েকে*, মাধুশঙ্কা, আসিথা, ইশান মালিঙ্গা।
সবশেষ ২০২১ ও ২০২৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসে বলীয়ান টাইগাররা এবার লংকান মাটিতেই ইতিহাস গড়ার অপেক্ষায়।
