Ovijatra
ঢাকাThursday , 10 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

কোহলির পিছু ছাড়ছেন না বলিউডের অবনীত কৌর!

Link Copied!

সম্প্রতি আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অবনীত কৌর। খবর ছড়িয়েছে, দুজনকে দেখা গেছে লন্ডনের উইম্বলডন ওপেনে—যদিও একসাথে নয়, তবে একই ভেন্যুতে এবং প্রায় একই সময়ে।

এর আগেও কোহলির ইনস্টাগ্রামে অবনীত কৌরের একটি ছবি লাইক দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও ছবিটি ছিল এক ফ্যান পেজে পোস্ট করা, তবুও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। বাধ্য হয়ে কোহলি নিজের অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ এক পোস্ট দেন।

কিন্তু এই সমালোচনাকে কেন্দ্র করেই যেন হঠাৎ লাইমলাইটে চলে আসেন অবনীত কৌর। ছোটবেলা থেকে রিয়ালিটি শো “ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স”-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করা অবনীতের ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়া এন্ডোর্সমেন্ট রেট এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ে অনেকটাই।

এবার, সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে উইম্বলডনের ছবি। বিরাট কোহলি এবং তার স্ত্রী আনুশকা শর্মা উপস্থিত ছিলেন সেন্টার কোর্টের রয়্যাল বক্সে, যেখানে চলছিল সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের খেলা। কোহলির মুখে গম্ভীর ভাব নিয়ে ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে মিমের বন্যা।

অন্যদিকে, অবনীত কৌরও তার ইনস্টাগ্রামে উইম্বলডনের কিছু হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন, যা দেখে বোঝা যাচ্ছে তিনিও একই ইভেন্ট দারুণ উপভোগ করেছেন। যদিও তারা এক ফ্রেমে ধরা পড়েননি, তবে একই ভেন্যুতে, প্রায় একই সময়ে তাদের উপস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা জল্পনা।

তবে পুরো ঘটনাটি নিছক কাকতালীয়, না কি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য—তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, কোহলির গম্ভীর মুখভঙ্গি এবং অবনীতের উপস্থিতি কোন নতুন গল্পের ইঙ্গিত দিচ্ছে কি না।

এই গুঞ্জন যতই বিতর্ক তৈরি করুক না কেন, এতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন অবনীত কৌরই। আবারও উঠে এসেছেন খবরে, আলোচনার কেন্দ্রে—যেখানে ক্যারিয়ারের জন্য প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।