Ovijatra
ঢাকাSunday , 27 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ছাত্রদল নেতা জামাল খানের উদ্যোগে কবি নজরুল কলেজে পত্রিকা কর্ণার

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কবি নজরুল সরকারি কলেজ শাখার যুগ্ম আহবায়ক (দপ্তর সম্পাদক) মো. জামাল খানের উদ্যোগে কলেজে পত্রিকা কর্নার স্থাপন করা হয়েছে। কলেজের মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীদের জন্য এটি স্থাপন করা হয়েছ। এতে বাংলা, ইংরেজি ও চাকরির বিজ্ঞাপন সংক্রান্ত পত্রিকা সরবরাহ করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অবসর সময়ে প্রতিদিন শিক্ষার্থীরা দলবেঁধে পত্রিকা পড়ছে। এতে তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবর জানতে পারছে।

গণিত বিভাগের স্নাতক ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউশাহ বিন আলম বলেন, একজন নিয়মিত পাঠক হিসেবে প্রতিদিনের সংবাদ, বিশ্লেষণ ও সমসাময়িক ঘটনাবলীর সঙ্গে আপডেট থাকতে আমি সবসময়ই পত্রিকা পাঠে আগ্রহী।

তিনি বলেন, তবে এর আগ পর্যন্ত কলেজ ক্যাম্পাসে পত্রিকা পাঠের সুযোগ সীমিত ছিল। লাইব্রেরি সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খোলা থাকলেও, সেই নির্দিষ্ট সময়ের বাইরে পত্রিকা পড়ার সুযোগ ছিল না। লাইব্রেরি বন্ধ হওয়ার পর আমার মতো যেসব শিক্ষার্থী উন্মুক্ত রিডিং রুমে এসে রাত ১০টা পর্যন্ত পড়াশোনা করে, তাদের জন্য পত্রিকা পাঠ একরকম অনুপলব্ধ ছিল। ফলে প্রায়সময়ই আমাকে অনলাইন থেকে পত্রিকা পড়ে খুঁজে নিতে হতো প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ।

ইউশাহ আরও বলেন, কিন্তু এখন কলেজে চালু হওয়া পত্রিকা কর্ণার আমার মতো অসংখ্য পাঠক শিক্ষার্থীর জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এই কর্ণারটি নিঃসন্দেহে আমাদের ক্যাম্পাসে জ্ঞানচর্চা ও চিন্তাশীলতা বৃদ্ধির এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

তিনি বলেন, বিশেষভাবে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিতর্ক চর্চার সঙ্গে যুক্ত, তাদের জন্য পত্রিকা কর্ণারটি অত্যন্ত কার্যকর। উল্লেখযোগ্যভাবে, আমাদের বিতর্ক ক্লাব রুমেও পত্রিকা সরবরাহের ব্যবস্থা করে দিয়েছেন জামাল খান ভাই। ফলে আমাদের বিতার্কিক বন্ধুরা ক্লাব রুমে বসেই সমসাময়িক বিষয়ে নিজেদের আপডেট রাখতে পারছেন, যা তাদের বিশ্লেষণধর্মী চিন্তায় ইতিবাচক প্রভাব ফেলছে।

এই দূরদর্শী ও শিক্ষার্থীবান্ধব ব্যবস্থার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে জামাল খানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কবি নজরুলের এই শিক্ষার্থী।

একই শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আহসানুর সাগর বলেন, বর্তমানে প্রযুক্তির নির্ভরতা দিনদিন বাড়ছে, যার ফলে তরুণ প্রজন্মের মধ্যে প্রিন্ট মিডিয়ার প্রতি আগ্রহ অনেকটাই কমে যাচ্ছে। এমন সময়ে কবি নজরুল সরকারি কলেজে একটি পত্রিকা কর্নার স্থাপন সত্যিই সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান বলেন, এই পত্রিকা কর্ণার দেয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে পত্রিকা পড়ার আগ্রহ বাড়তেছে।এই স্মার্টফোনের যুগে পত্রিকা পড়ার মনমানসিকতা তৈরি হচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে পত্রিকা কর্নারে গিয়ে দেশের খবরাখবর পড়ি। এই উদ্যোগটি আসলেই প্রশংসনীয় যা সাধারণ শিক্ষার্থীদের মুখে মুখেও শুনা যায়।

কলেজে কোন উদ্দেশ্যে পত্রিকা কর্ণার স্থাপন করা হয়েছে জানতে চাইলে মো. জামাল খান অভিযাত্রা রিপোর্টকে বলেন, আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে নিয়মিত পত্রিকা পাঠ। তাই পত্রিকা কর্ণার স্থাপন করার মূল উদ্দেশ্য ছিলো শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সচেতন করা, বিশ্লেষণ ক্ষমতা বাড়ানো এবং দৈনন্দিন ঘটনার সাথে যুক্ত রাখা। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলে তারা বিশ্ব প্রেক্ষাপট সম্পর্কে পিছিয়ে পড়বে। তাই এই পত্রিকা কর্ণারটি শিক্ষার্থীদের জানার আগ্রহ ও পাঠাভ্যাস গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, এটি শুধু একটি কর্ণার নয়, এটি হবে একটি চিন্তার জায়গা, একটি মতামত গঠনের প্ল্যাটফর্ম যেখানে ছাত্ররা মুক্তচিন্তা, বিশ্লেষণ ও বাস্তবতার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে। ছাত্রদের মেধা, মনন ও সচেতনতার জায়গা থেকে গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। এই উদ্যোগ ছাত্রদলের সেই শিক্ষিত, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার প্রতিশ্রুতিরই একটি ছোট প্রয়াস। আমি একজন ছাত্রদল কর্মী হিসেবে বিশ্বাস করি কলম, চিন্তা ও জ্ঞান দিয়েই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।