Ovijatra
ঢাকাTuesday , 29 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

মান্ধানাকে হটিয়ে আবারও শীর্ষে সিভার-ব্রান্ট

Link Copied!

নারী ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের আইসিসি র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে উঠলেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেই র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন তিনি।

আজ (মঙ্গলবার) নারী ওয়ানডে ক্রিকেটারদের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে দেখা গেছে, দুই ধাপ এগিয়ে ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছেন সিভার-ব্রান্ট। এই নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন তিনি।

২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার শীর্ষে উঠেছিলেন সিভার-ব্রান্ট। এরপর ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সেই অবস্থান ধরে রেখেছিলেন। পরে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বারের মতো এক নম্বর ব্যাটার ছিলেন তিনি।

সর্বশেষ ম্যাচে ৪৫ রানে থামা ভারতের স্মৃতি মান্ধানা এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন। বর্তমানে তার রেটিং ৭২৮, যা সিভার-ব্রান্টের চেয়ে মাত্র ৩ কম।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, যার রেটিং ৭২৫।

এদিকে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টোন। আর অলরাউন্ডারদের মধ্যে এক নম্বর অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।