ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়

সহজে নেকি অর্জনের ৭ চমকপ্রদ উপায়

আপনি কি জানেন, খুব সহজে (তেমন কোনো কাজ না করেই) নেকি অর্জন করা সম্ভব? ইসলামে এমন অসংখ্য পদ্ধতি আছে, যেখানে শুধু সঠিক নিয়ত বা পরিস্থিতিকে কাজে লাগিয়ে আপনি সওয়াবের ভাণ্ডার লুফে নিতে পারেন! কোরআন-সুন্নাহ ও সালাফদের বর্ণনার আলোকে জানুন ৭টি চমকপ্রদ উপায়।

১. বিশুদ্ধ নিয়ত: কাজ না করেও সওয়াব!

কীভাবে?
শুধু নেক নিয়ত করলেই সওয়াব পাবেন! যেমন তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমালে, ঘুমই সওয়াব হিসেবে গণ্য হয়। নবীজি বলেছেন, ‘যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করল কিন্তু করতে পারল না, তবুও তার জন্য পূর্ণ সওয়াব লেখা হবে।’ (সহিহ বুখারি: ৬৪৯১)

২. চুপ থাকা: নীরবতার মূল্য জান্নাত!

কীভাবে?
অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে চুপ থাকুন, গিবত-অপবাদ থেকে বাঁচুন। রাসুল (স.) বলেছেন- ‘যে চুপ থাকে, সে মুক্তি পায়।’ (তিরমিজি: ২৪৮৫) আরও ইরশাদ হয়েছে, ‘দুই চোয়ালের মাঝের জিভকে নিয়ন্ত্রণ করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি!’ (বুখারি: ৬৪৭৪)

৩. বিদআত বর্জন করলেই সওয়াব!

কীভাবে?
ভুল ইবাদত (বিদআত) এড়িয়ে চলুন, সুন্নত অনুসরণ করুন। ‘যে কাজ সুন্নাহ সমর্থন করে না, তা প্রত্যাখ্যাত।’ (বুখারি: ২৪৯৯)

অনেকে মিলাদ ইত্যাদিতে অংশ নিয়ে ভুলে যান—এখানে এই এই কাজ সুন্নাহসমর্থিত নয়। তাই তৎক্ষণাৎ তা থেকে বিরত থাকুন, সওয়াব লাভ হবে।

৪. বিপদে ধৈর্য: কষ্টই হয়ে যাবে সওয়াব!

কীভাবে?
রোগ, দুঃখ বা আর্থিক ক্ষতিতে ‘ইন্না লিল্লাহ…’ বলুন। ‘মুসলিমের ওপর যে কষ্ট আসে, তা তার গুনাহ মোচন করে।’ (বুখারি: ৫৬৪১) প্রতি কষ্টের বিনিময়ে ১ নেকি + ১ মর্যাদা বৃদ্ধি! (মুসতাদরাক হাকেম: ১২৮৪)

৫. সুন্নতের পথে হাঁটা: অটোমেটিক সওয়াব!

কীভাবে?
হাঁটতে হচ্ছে। রাস্তার ডান পাশে হাঁটুন, সুন্নত হিসেবে। হাঁচি দিলে ‘আলহামদুলিল্লাহ’ বলুন সুন্নত হিসেবে। এগুলোতে কোনো শ্রম নেই, কিন্তু সওয়াব মিলবে!

৬. অন্যের জন্য দোয়া: ফ্রি নেকি!

কীভাবে?
অন্য মুমিনের জন্য দোয়া করুন। ‘ফেরেশতারা বলবেন:- ‘আমিন! তোমার জন্যও অনুরূপ হোক!’ (মুসলিম: ২৭৩২)

৭. ইবাদতে মনোযোগ: এতেই অফুরন্ত সওয়াব!

কীভাবে?
নামাজে খুশু-খুজু রাখুন, অল্প আমলেই বেশি সওয়াব পাবেন। ‘আল্লাহ শুধু সেই আমলই কবুল করেন, যা একান্ত তাঁর জন্য করা হয়।’ (নাসায়ি: ৩১৪০)

মূল বার্তা

‘ইসলামে নেকি অর্জনের উপায় অফুরন্ত! শুধু নিয়ত শুদ্ধ করুন, সুন্নত মেনে চলুন—সওয়াবের কমতি হবে না।

সতর্কতা

নিয়ত ছাড়া কোনো কাজই সওয়াবের নয়।

বিদআত থেকে অবশ্যই দূরে থাকুন।

জনপ্রিয়

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

সহজে নেকি অর্জনের ৭ চমকপ্রদ উপায়

প্রকাশিত ০৩:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

আপনি কি জানেন, খুব সহজে (তেমন কোনো কাজ না করেই) নেকি অর্জন করা সম্ভব? ইসলামে এমন অসংখ্য পদ্ধতি আছে, যেখানে শুধু সঠিক নিয়ত বা পরিস্থিতিকে কাজে লাগিয়ে আপনি সওয়াবের ভাণ্ডার লুফে নিতে পারেন! কোরআন-সুন্নাহ ও সালাফদের বর্ণনার আলোকে জানুন ৭টি চমকপ্রদ উপায়।

১. বিশুদ্ধ নিয়ত: কাজ না করেও সওয়াব!

কীভাবে?
শুধু নেক নিয়ত করলেই সওয়াব পাবেন! যেমন তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমালে, ঘুমই সওয়াব হিসেবে গণ্য হয়। নবীজি বলেছেন, ‘যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করল কিন্তু করতে পারল না, তবুও তার জন্য পূর্ণ সওয়াব লেখা হবে।’ (সহিহ বুখারি: ৬৪৯১)

২. চুপ থাকা: নীরবতার মূল্য জান্নাত!

কীভাবে?
অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে চুপ থাকুন, গিবত-অপবাদ থেকে বাঁচুন। রাসুল (স.) বলেছেন- ‘যে চুপ থাকে, সে মুক্তি পায়।’ (তিরমিজি: ২৪৮৫) আরও ইরশাদ হয়েছে, ‘দুই চোয়ালের মাঝের জিভকে নিয়ন্ত্রণ করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি!’ (বুখারি: ৬৪৭৪)

৩. বিদআত বর্জন করলেই সওয়াব!

কীভাবে?
ভুল ইবাদত (বিদআত) এড়িয়ে চলুন, সুন্নত অনুসরণ করুন। ‘যে কাজ সুন্নাহ সমর্থন করে না, তা প্রত্যাখ্যাত।’ (বুখারি: ২৪৯৯)

অনেকে মিলাদ ইত্যাদিতে অংশ নিয়ে ভুলে যান—এখানে এই এই কাজ সুন্নাহসমর্থিত নয়। তাই তৎক্ষণাৎ তা থেকে বিরত থাকুন, সওয়াব লাভ হবে।

৪. বিপদে ধৈর্য: কষ্টই হয়ে যাবে সওয়াব!

কীভাবে?
রোগ, দুঃখ বা আর্থিক ক্ষতিতে ‘ইন্না লিল্লাহ…’ বলুন। ‘মুসলিমের ওপর যে কষ্ট আসে, তা তার গুনাহ মোচন করে।’ (বুখারি: ৫৬৪১) প্রতি কষ্টের বিনিময়ে ১ নেকি + ১ মর্যাদা বৃদ্ধি! (মুসতাদরাক হাকেম: ১২৮৪)

৫. সুন্নতের পথে হাঁটা: অটোমেটিক সওয়াব!

কীভাবে?
হাঁটতে হচ্ছে। রাস্তার ডান পাশে হাঁটুন, সুন্নত হিসেবে। হাঁচি দিলে ‘আলহামদুলিল্লাহ’ বলুন সুন্নত হিসেবে। এগুলোতে কোনো শ্রম নেই, কিন্তু সওয়াব মিলবে!

৬. অন্যের জন্য দোয়া: ফ্রি নেকি!

কীভাবে?
অন্য মুমিনের জন্য দোয়া করুন। ‘ফেরেশতারা বলবেন:- ‘আমিন! তোমার জন্যও অনুরূপ হোক!’ (মুসলিম: ২৭৩২)

৭. ইবাদতে মনোযোগ: এতেই অফুরন্ত সওয়াব!

কীভাবে?
নামাজে খুশু-খুজু রাখুন, অল্প আমলেই বেশি সওয়াব পাবেন। ‘আল্লাহ শুধু সেই আমলই কবুল করেন, যা একান্ত তাঁর জন্য করা হয়।’ (নাসায়ি: ৩১৪০)

মূল বার্তা

‘ইসলামে নেকি অর্জনের উপায় অফুরন্ত! শুধু নিয়ত শুদ্ধ করুন, সুন্নত মেনে চলুন—সওয়াবের কমতি হবে না।

সতর্কতা

নিয়ত ছাড়া কোনো কাজই সওয়াবের নয়।

বিদআত থেকে অবশ্যই দূরে থাকুন।