ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

বন্যাপ্রবণ এলাকায় নারীর ক্ষমতায়ন: রংপুর ও নীলফামারীতে ড্রিমওয়াটার মডেলের যাত্রা

বন্যাপ্রবণ এলাকায় নারীর ক্ষমতায়ন: রংপুর ও নীলফামারীতে ড্রিমওয়াটার মডেলের যাত্রা

কুড়িগ্রামে সাফল্যের পর, UNDP AFCIA এর অর্থায়ন ও ফুটস্টেপস বাংলাদেশ এর বাস্তবায়নে পরিচালিত “Dreamwater: Empowering women in converting flood disaster into economic opportunity” প্রকল্প এখন রংপুর ও নীলফামারীতে সম্প্রসারিত হয়েছে।

বাজার সমীক্ষা ও কার্যক্রম শুরু করার পর, ড্রিমওয়াটার ইতোমধ্যেই প্রমাণ করেছে যে সহজ, স্থানীয়ভাবে পরিচালিত ফিল্টারেশন সেবা স্বাস্থ্য সুরক্ষা এবং নারীদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে। বাজার সমীক্ষায় দেখা যায়, পরিবারগুলো অগভীর ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল এবং স্বল্প খরচে নির্ভরযোগ্য ফিল্টারেশনের চাহিদা রয়েছে।

এর ভিত্তিতে ২৫ জন নারীকে উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা ড্রিমওয়াটার পোর্টেবল ফিল্টার ব্যবহার করে আগস্ট মাসে ১,৫০৯-৫,১৭৬ লিটার পানি বিশুদ্ধ করেছেন। প্রতিজন উদ্যোক্তা ২,০২৭-৮,৩৯৭ টাকা আয় করেছেন (প্রতি লিটার ১-৩ টাকা দরে)। আরও ৭০ জন নারী এজেন্ট হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ১৮৯টিরও বেশি পরিবার সেবায় যুক্ত হতে চেয়েছে।

আগামীতে ফুটস্টেপস বাংলাদেশ উদ্যোক্তাদের মেন্টরশিপ ও ক্ষুদ্রঋণ সুবিধা জোরদার করবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় মডেলটি সম্প্রসারণ করবে। সফলভাবে বাস্তবায়িত হলে, ড্রিমওয়াটার মডেলটি প্রমাণ করবে, গবেষণা, উদ্ভাবন ও নারী নেতৃত্ব কিভাবে জলবায়ু দুর্যোগকে অর্থনৈতিক সুযোগে রূপান্তর করতে পারে।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বন্যাপ্রবণ এলাকায় নারীর ক্ষমতায়ন: রংপুর ও নীলফামারীতে ড্রিমওয়াটার মডেলের যাত্রা

প্রকাশিত ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামে সাফল্যের পর, UNDP AFCIA এর অর্থায়ন ও ফুটস্টেপস বাংলাদেশ এর বাস্তবায়নে পরিচালিত “Dreamwater: Empowering women in converting flood disaster into economic opportunity” প্রকল্প এখন রংপুর ও নীলফামারীতে সম্প্রসারিত হয়েছে।

বাজার সমীক্ষা ও কার্যক্রম শুরু করার পর, ড্রিমওয়াটার ইতোমধ্যেই প্রমাণ করেছে যে সহজ, স্থানীয়ভাবে পরিচালিত ফিল্টারেশন সেবা স্বাস্থ্য সুরক্ষা এবং নারীদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে। বাজার সমীক্ষায় দেখা যায়, পরিবারগুলো অগভীর ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল এবং স্বল্প খরচে নির্ভরযোগ্য ফিল্টারেশনের চাহিদা রয়েছে।

এর ভিত্তিতে ২৫ জন নারীকে উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা ড্রিমওয়াটার পোর্টেবল ফিল্টার ব্যবহার করে আগস্ট মাসে ১,৫০৯-৫,১৭৬ লিটার পানি বিশুদ্ধ করেছেন। প্রতিজন উদ্যোক্তা ২,০২৭-৮,৩৯৭ টাকা আয় করেছেন (প্রতি লিটার ১-৩ টাকা দরে)। আরও ৭০ জন নারী এজেন্ট হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং ১৮৯টিরও বেশি পরিবার সেবায় যুক্ত হতে চেয়েছে।

আগামীতে ফুটস্টেপস বাংলাদেশ উদ্যোক্তাদের মেন্টরশিপ ও ক্ষুদ্রঋণ সুবিধা জোরদার করবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় মডেলটি সম্প্রসারণ করবে। সফলভাবে বাস্তবায়িত হলে, ড্রিমওয়াটার মডেলটি প্রমাণ করবে, গবেষণা, উদ্ভাবন ও নারী নেতৃত্ব কিভাবে জলবায়ু দুর্যোগকে অর্থনৈতিক সুযোগে রূপান্তর করতে পারে।