এশিয়া কাপে সুপার ফোরে উঠতে নিজেদের কাজ সঠিকভাবেই শেষ করেছে বাংলাদেশ। এখন লিটন-মুস্তাফিজরা তাকিয়ে আছে আজকের (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে।
বাংলাদেশ গ্রুপপর্বে ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট পেলেও নেট রানরেট বড় চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় আর লঙ্কানদের কাছে বড় হারের প্রভাব পড়েছে রানরেটে। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট -০.২৭০।
অন্যদিকে—
.শ্রীলঙ্কা এখনো অপরাজিত, তাদের নেট রানরেট +১.৫৪৬।
.আফগানিস্তান ২ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে, নেট রানরেট +২.১৫০।
.হংকং ইতোমধ্যেই বিদায় নিয়েছে।
এখন তিন দলের (বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান) মধ্যেই সুপার ফোরে ওঠার সমীকরণ জটিল হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের সমীকরণ
.শ্রীলঙ্কাকেই জিততে হবে।
.যদি শ্রীলঙ্কা হারে, তবে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান (পরে ব্যাট করলে) বা ৫৩ বল বাকি থাকতে (আগে ব্যাট করলে)।
তাহলে বাংলাদেশ ও আফগানিস্তান যাবে সুপার ফোরে।
শ্রীলঙ্কার সমীকরণ
.জিতলেই সরাসরি সুপার ফোরে।
.হারলেও যদি ব্যবধান হয় ৭১ রানের কম (পরে ব্যাট করলে) বা ৫৩ বলের কম বাকি থাকতে (আগে ব্যাট করলে), তবুও শ্রীলঙ্কা ও আফগানিস্তান পরের রাউন্ডে যাবে।
আফগানিস্তানের সমীকরণ
.তাদের জন্য জয়ের কোনো বিকল্প নেই।
.জিতলেই তিন দলের পয়েন্ট সমান হবে (৪)। তবে তখন নেট রানরেটের হিসেবে বাংলাদেশ বিদায় নেবে।
বাংলাদেশের সমর্থকরা আজ শ্রীলঙ্কার জয় চাইবে, আর শ্রীলঙ্কা যদি হারে তবে সেটা যেন অনেক বড় ব্যবধানে হয়!
















