যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যশোর শার্শা উপজেলার শিক্ষার্থী-কল্যাণ সংগঠন “তীর্থ–যবিপ্রবি” এর আয়োজনে শার্শা উপজেলার ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন।
“তীর্থ–যবিপ্রবি”-এর সভাপতি মোঃ আশিক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মজনুজ্জামান ও সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাজুল ইসলাম এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক মোঃ আল সাবের। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
সংগঠনটির সভাপতি মোঃ আশিক রানা বলেন, “আজকের এই দিনে তীর্থ–যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে নবীনদের বরণ করে নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। নবীনদের আগমনে আমাদের পরিবার আরও সমৃদ্ধ হয়েছে। এই নবীন বরণ ও পিকনিক শুধু আনন্দের নয় বরং এটি আমাদের ঐক্য, বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক। তীর্থ–যবিপ্রবি সবসময় কাজ করে ছাত্রকল্যাণ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আর তোমরাই আমাদের আগামী দিনের নেতৃত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্য-পুস্তক পড়ে জ্ঞান অর্জনের স্থান নয় বরং মানবিকতা, নের্তৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্র। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সংগঠন ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। এছাড়াও শার্শা উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা যখন একে অপরের সাথে আত্মিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকবে তখন যেকোন বিপদে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে।
উল্লেখ্য, “তীর্থ–যবিপ্রবি” যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম আঞ্চলিক শিক্ষার্থী-কল্যাণ সংগঠন, যা শার্শা উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত। সংগঠনটির লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শার্শা অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধি করা।




















