ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা : মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেগুলো প্রায় দীর্ঘ ৮ মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‍নতুন অধ্যায়ের সূচনা করল। আমি সেজন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশন, যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন… যারা সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজগুলো করে এটা করেছেন এবং আমাদের দলের সালাহউদ্দিন আহমদসহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ-২০২৫ স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এটা আমাদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে।

তিনি বলেন, আজকে শহীদের রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল… এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। যে রাষ্ট্রকাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই যাত্রার মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি হবে। রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সব অঙ্গ সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা হবে ইনশাল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি। সামনের দিনে আমাদের অনেক কাজ। এই কেবল যাত্রা শুরু।

তিনি বলেন, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা দু-একজন স্বাক্ষর করেননি। আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন। সেটা উন্মুক্ত রাখা আছে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাংবিধানিকভাবে আর্টিকেল ৬৫-এর সাবসেকশন টুতে বলা আছে, বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩০০ জাতীয় সংসদ সদস্য হবেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য থাকবেন।

তিনি বলেন, এখন কেউ কেউ সেটা বর্ণনা করছেন যে, নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত অন্য কিছু না… এটা সত্য। নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবেই কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। তারপরও প্রধান উপদেষ্টা যদি আলাপ-আলোচনা করতে চান- আমরা আলাপ-আলোচনা বিশ্বাস করি।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা : মির্জা ফখরুল

প্রকাশিত ০৭:৫২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেগুলো প্রায় দীর্ঘ ৮ মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‍নতুন অধ্যায়ের সূচনা করল। আমি সেজন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশন, যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন… যারা সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজগুলো করে এটা করেছেন এবং আমাদের দলের সালাহউদ্দিন আহমদসহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ-২০২৫ স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এটা আমাদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে।

তিনি বলেন, আজকে শহীদের রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল… এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। যে রাষ্ট্রকাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই যাত্রার মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি হবে। রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সব অঙ্গ সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা হবে ইনশাল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি। সামনের দিনে আমাদের অনেক কাজ। এই কেবল যাত্রা শুরু।

তিনি বলেন, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা দু-একজন স্বাক্ষর করেননি। আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন। সেটা উন্মুক্ত রাখা আছে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাংবিধানিকভাবে আর্টিকেল ৬৫-এর সাবসেকশন টুতে বলা আছে, বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩০০ জাতীয় সংসদ সদস্য হবেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য থাকবেন।

তিনি বলেন, এখন কেউ কেউ সেটা বর্ণনা করছেন যে, নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত অন্য কিছু না… এটা সত্য। নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবেই কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। তারপরও প্রধান উপদেষ্টা যদি আলাপ-আলোচনা করতে চান- আমরা আলাপ-আলোচনা বিশ্বাস করি।