ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo শিক্ষকতা ইবাদত, তুলনামূলক চাকরি নয়: মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান Logo ইবিস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় Logo হাদির উপর গুলির প্রতিবাদে যবিপ্রবিতে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের বিক্ষোভ ও দোয়া Logo অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সুযোগ–সুবিধা বাড়ানোর তাগিদ ডিএমপি কমিশনারের Logo স্পষ্টভাবে সত্য বলা ওসমান হাদী বাংলাদেশের বিবেক Logo ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি ড. মামুন আল রশিদ Logo গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির সুস্থতা কামনায় জাবিতে ছাত্রশক্তির দোয়া মাহফিল Logo হাদির ওপর গুলির প্রতিবাদে ও জুলাই হামলাকারীদের বিচারের দাবিতে জাবিতে বিক্ষোভ Logo নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম Logo ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ব্যাডমিন্টন বাংলাদেশ

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সুযোগ–সুবিধা বাড়ানোর তাগিদ ডিএমপি কমিশনারের

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর সমিতির মৃত্যুবরণকারী সকল সদস্য ও শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফুর, পিপিএম। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী , পিপিএম, এনডিসি সমিতির পক্ষ থেকে সমিতির পাঁচজন বয়োজ্যেষ্ঠ পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজন পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন নারী পুলিশ কর্মকর্তাকে প্রফেসর অনামিকা হক লিলি-ড. এম এনামুল হক এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এরপর সমিতির পক্ষ থেকে পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে মরহুম মহিউদ্দিন আহমেদ চৌধুরী-এম শহিদুল ইসলাম চৌধুরী এডুকেশন ফান্ড, মরহুম মহিউদ্দিন আহমেদ চৌধুরী-মরহুমা নূরজাহান বেগম এডুকেশন ফান্ড এবং এম সহীদুল ইসলাম চৌধুরী-মরহুমা খুরশিদা ইসলাম চৌধুরী এডুকেশন ফান্ড” এর আওতায় শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১০ জন মেধাবী শিক্ষার্থীকে সমিতির পক্ষ থেকে এম এন ভক্ত-শিপ্রা ভক্ত শিক্ষা ফান্ড এবং ক্ষিতিশ চন্দ্র মল্লিক-মায়া মল্লিক শিক্ষা ফান্ড এর আওতায় শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি পরিচালিত সিনিয়র পুলিশ অর্ফিসাস ওয়াইভস এসোসিয়েশন শিক্ষা ফান্ডের আওতায় ৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এসময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভায় সমিতির গত এক বছরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি বলেন, অবসরপ্রাপ্ত বঞ্চিত অফিসারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ সদস্যদের নিজেদের মধ্যে মিল রেখে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যেন রেশন সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সীমিত রেশন সুবিধা চালু হলেও অনেকে এখনও পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত এসব সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

জনপ্রিয়

শিক্ষকতা ইবাদত, তুলনামূলক চাকরি নয়: মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সুযোগ–সুবিধা বাড়ানোর তাগিদ ডিএমপি কমিশনারের

প্রকাশিত ১১:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর সমিতির মৃত্যুবরণকারী সকল সদস্য ও শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফুর, পিপিএম। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী , পিপিএম, এনডিসি সমিতির পক্ষ থেকে সমিতির পাঁচজন বয়োজ্যেষ্ঠ পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজন পুলিশ কর্মকর্তাকে এস এম আহসান স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন নারী পুলিশ কর্মকর্তাকে প্রফেসর অনামিকা হক লিলি-ড. এম এনামুল হক এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এরপর সমিতির পক্ষ থেকে পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে মরহুম মহিউদ্দিন আহমেদ চৌধুরী-এম শহিদুল ইসলাম চৌধুরী এডুকেশন ফান্ড, মরহুম মহিউদ্দিন আহমেদ চৌধুরী-মরহুমা নূরজাহান বেগম এডুকেশন ফান্ড এবং এম সহীদুল ইসলাম চৌধুরী-মরহুমা খুরশিদা ইসলাম চৌধুরী এডুকেশন ফান্ড” এর আওতায় শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১০ জন মেধাবী শিক্ষার্থীকে সমিতির পক্ষ থেকে এম এন ভক্ত-শিপ্রা ভক্ত শিক্ষা ফান্ড এবং ক্ষিতিশ চন্দ্র মল্লিক-মায়া মল্লিক শিক্ষা ফান্ড এর আওতায় শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি পরিচালিত সিনিয়র পুলিশ অর্ফিসাস ওয়াইভস এসোসিয়েশন শিক্ষা ফান্ডের আওতায় ৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এসময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভায় সমিতির গত এক বছরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি বলেন, অবসরপ্রাপ্ত বঞ্চিত অফিসারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ সদস্যদের নিজেদের মধ্যে মিল রেখে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যেন রেশন সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সীমিত রেশন সুবিধা চালু হলেও অনেকে এখনও পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত এসব সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।