যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( যবিপ্রবি) সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর কার্যনির্বাহী সংসদের ২০২৫–২০২৬ সেশনের নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, যার মনোনয়ন বিক্রি শুরু হবে কাল থেকে এবং ভোট অনুষ্ঠিত হবে ২১শে ডিসেম্বর।
শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক এবং প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ রাফিউল হাসান এর অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, নির্বাচনের সকল কার্যক্রম ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে, অর্থাৎ টিএসসি ভবনের ২য় তলায় পরিচালিত হবে। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৭ ডিসেম্বর বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ চলবে। এরপর ১৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ওই দিনই দুপুর ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে বিকাল ৪টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর যবিপ্রবি। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, প্রক্টর (ভারপ্রাপ্ত) যবিপ্রবি ও মোঃ নাজমুল হোসাইন, তথ্য কর্মকর্তা যবিপ্রবি।




















