মহান বিজয় দিবস উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আজ ১৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা ২০২৫। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় সমাজ বিজ্ঞান অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজ্ঞান অনুষদ।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টজুড়ে বিজ্ঞান অনুষদের ভলিবল দল ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফাইনালে উঠে। ফাইনাল ম্যাচে দলটির খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ, দৃঢ় রক্ষণভাগ ও কৌশলী খেলায় দর্শকরা মুগ্ধ হন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সমাজ বিজ্ঞান অনুষদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বিজ্ঞান অনুষদ।
বিজয়ী দলের অধিনায়ক নোবেল অনুভূতি প্রকাশ করে বলেন,
“ভলিবল টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্বটা সহজ ছিল না। অসংখ্য অনুশীলন, ঘাম আর ধৈর্যের পর আজ সেই পরিশ্রম সার্থক—আমরা চ্যাম্পিয়ন। এই জয় আমার একার নয়, পুরো দলের।”
অসাধারণ পারফরম্যান্সের জন্য হৃদয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি বলেন,
“আমরা সবাই সর্বোচ্চটা দিয়ে খেলেছি বলেই চ্যাম্পিয়ন হতে পেরেছি। ক্যাম্পাস লাইফে এই প্রথম ফ্যাকাল্টির হয়ে কোনো একক খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। সেই সঙ্গে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ায় ভালো লাগাটা আরও অনেক বেড়ে গেছে।”
অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। তারা ভবিষ্যতেও এ ধরনের আন্তঃঅনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেন অতিথিরা।



















