ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশে প্রথমবারের মতো ক্রিয়েটর ডে আয়োজন করল টিকটক

টিকটক বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করল ক্রিয়েটর ডে ২০২৫। ঢাকায় অনুষ্ঠিত এই ক্রিয়েটর ডে-তে কনটেন্ট তৈরির উপর ওয়ার্কশপভিত্তিক লার্নিং সেশন আয়োজন করা হয়। এতে কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। ক্রিয়েটর ডে এর মূল লক্ষ্য ছিল বাংলাদেশে দায়িত্বশীলতার সাথে কনটেন্ট তৈরি ও গল্প তুলে ধরার দক্ষতা বাড়াতে সঠিক তথ্য, টিকটক প্ল্যাটফর্মের টুলস ও রিসোর্স সম্পর্কে জানানো।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা ইন্টার‌্যাকটিভ ওয়ার্কশপ ও প্যানেল আলোচনায় অংশ নেন। কনটেন্ট পরিকল্পনা, গল্প বলার কৌশল, ভিডিও ধারণের পদ্ধতি এবং টিকটকের ইন-অ্যাপ ফিচারগুলো কার্যকরভাবে ব্যবহারের বিষয়গুলো এই সেশনগুলোতে আলোচনা করা হয়। দেশের চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্যাটাগরির ক্রিয়েটর ও প্রকাশকরা তাদের কনটেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা তুলে ধরে। কনটেন্টকে অর্থবহ ও মানসম্মতভাবে তৈরি করার বিষয়গুলোকে এই আলোচনায় গুরুত্ব দেয়া হয়।

বাংলাদেশের কনটেন্ট কমিউনিটির সৃজনশীলতা আর তাদের প্রতি টিকটকের প্রতিশ্রুতি উঠে আসে এই আয়োজনে। এখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইন্টার‌্যাকটিভ গেম এবং অন্যান্য কার্যক্রমে অংশ নেন। এছাড়া আকর্ষণীয় উপহার জেতারও সুযোগ ছিল। অনুষ্ঠানের শুরুতে ক্রিয়েটরদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচও আয়োজন করা হয়।

টিকটকের সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড, উমেইস নাভিদ বলেন, “বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি প্রতিভাবান ও সৃজনশীল। ক্রিয়েটর ডে এর মাধ্যমে আমরা তাদের উৎসাহিত করতে চাই। একই সাথে আমরা এই কমিউনিটিকে সঠিক নির্দেশনা দিতে চাই যাতে তারা মানসম্পন্ন কনটেন্ট তৈরি করতে পারে, প্ল্যাটফর্মটি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারে এবং একটি নিরাপদ ও ইতিবাচক কনটেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে। টিকটকের কমিউনিটি শক্তিশালী করা, কনটেন্ট ইকোসিস্টেম উন্নত করা এবং টিকটককে সৃজনশীলতার প্ল্যাটফর্ম হিসেবে বজায় রেখে বাংলাদেশের গল্প বিশ্বে ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য।”

টিকটক ২০২৫ সালের কার্যক্রমগুলো এখানে তুলে ধরে, একই সঙ্গে ২০২৬ সালের টিকটকের কনটেন্ট ও ক্যাটাগরি অগ্রাধিকারগুলোও তুলে ধরা হয় যেন সামনের দিনগুলোর জন্য ক্রিয়েটররা তাদের কনটেন্ট নিয়ে পরিকল্পনা করতে পারেন। ক্রিয়েটর ডে ২০২৫ এমন একটি আয়োজন যেখানে শিক্ষামূলক সেশন ও উৎসবমুখর পরিবেশে কনটেন্ট ক্রিয়েশনের জন্য টিকটকের সব ধরনের সহায়তা তুলে ধরা হয়। টিকটকের লক্ষ্য হলো এমন উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করা যেন তারা নিজেদের গল্পগুলো সুষ্ঠুভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পারে।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

বাংলাদেশে প্রথমবারের মতো ক্রিয়েটর ডে আয়োজন করল টিকটক

প্রকাশিত ০৭:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

টিকটক বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করল ক্রিয়েটর ডে ২০২৫। ঢাকায় অনুষ্ঠিত এই ক্রিয়েটর ডে-তে কনটেন্ট তৈরির উপর ওয়ার্কশপভিত্তিক লার্নিং সেশন আয়োজন করা হয়। এতে কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। ক্রিয়েটর ডে এর মূল লক্ষ্য ছিল বাংলাদেশে দায়িত্বশীলতার সাথে কনটেন্ট তৈরি ও গল্প তুলে ধরার দক্ষতা বাড়াতে সঠিক তথ্য, টিকটক প্ল্যাটফর্মের টুলস ও রিসোর্স সম্পর্কে জানানো।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা ইন্টার‌্যাকটিভ ওয়ার্কশপ ও প্যানেল আলোচনায় অংশ নেন। কনটেন্ট পরিকল্পনা, গল্প বলার কৌশল, ভিডিও ধারণের পদ্ধতি এবং টিকটকের ইন-অ্যাপ ফিচারগুলো কার্যকরভাবে ব্যবহারের বিষয়গুলো এই সেশনগুলোতে আলোচনা করা হয়। দেশের চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্যাটাগরির ক্রিয়েটর ও প্রকাশকরা তাদের কনটেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা তুলে ধরে। কনটেন্টকে অর্থবহ ও মানসম্মতভাবে তৈরি করার বিষয়গুলোকে এই আলোচনায় গুরুত্ব দেয়া হয়।

বাংলাদেশের কনটেন্ট কমিউনিটির সৃজনশীলতা আর তাদের প্রতি টিকটকের প্রতিশ্রুতি উঠে আসে এই আয়োজনে। এখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইন্টার‌্যাকটিভ গেম এবং অন্যান্য কার্যক্রমে অংশ নেন। এছাড়া আকর্ষণীয় উপহার জেতারও সুযোগ ছিল। অনুষ্ঠানের শুরুতে ক্রিয়েটরদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচও আয়োজন করা হয়।

টিকটকের সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড, উমেইস নাভিদ বলেন, “বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি প্রতিভাবান ও সৃজনশীল। ক্রিয়েটর ডে এর মাধ্যমে আমরা তাদের উৎসাহিত করতে চাই। একই সাথে আমরা এই কমিউনিটিকে সঠিক নির্দেশনা দিতে চাই যাতে তারা মানসম্পন্ন কনটেন্ট তৈরি করতে পারে, প্ল্যাটফর্মটি দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারে এবং একটি নিরাপদ ও ইতিবাচক কনটেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে। টিকটকের কমিউনিটি শক্তিশালী করা, কনটেন্ট ইকোসিস্টেম উন্নত করা এবং টিকটককে সৃজনশীলতার প্ল্যাটফর্ম হিসেবে বজায় রেখে বাংলাদেশের গল্প বিশ্বে ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য।”

টিকটক ২০২৫ সালের কার্যক্রমগুলো এখানে তুলে ধরে, একই সঙ্গে ২০২৬ সালের টিকটকের কনটেন্ট ও ক্যাটাগরি অগ্রাধিকারগুলোও তুলে ধরা হয় যেন সামনের দিনগুলোর জন্য ক্রিয়েটররা তাদের কনটেন্ট নিয়ে পরিকল্পনা করতে পারেন। ক্রিয়েটর ডে ২০২৫ এমন একটি আয়োজন যেখানে শিক্ষামূলক সেশন ও উৎসবমুখর পরিবেশে কনটেন্ট ক্রিয়েশনের জন্য টিকটকের সব ধরনের সহায়তা তুলে ধরা হয়। টিকটকের লক্ষ্য হলো এমন উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করা যেন তারা নিজেদের গল্পগুলো সুষ্ঠুভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পারে।