যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ–২০২৬ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামসুজ্জামান হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী ইবনে তারিক অন্তর।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরের মাধ্যমে কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে গত ১৮ ডিসেম্বর অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কমিটির সদস্য পদসমূহ চূড়ান্ত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মোঃ ইমরান হোসেন এবং ম্যানেজমেন্ট বিভাগের সানজানা তুসরাত মৌ, যুগ্ম সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের অনন্যা হক ও মার্কেটিং বিভাগের মোঃ জিহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের আলফাজ হোসেন আরবি, সহ-সাংগঠনিক সম্পাদক মার্কেটিং বিভাগের উপম আলী ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাব্বির আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শেখ মিশন,দপ্তর সম্পাদক ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিজয় সাহা অংকন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মোঃ মামুন আলী এবং নারী বিষয়ক সম্পাদক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দৃষ্টি রাণী পোদ্দার।
কমিটিতে সহকারী সদস্য হিসেবে রয়েছেন— পদার্থবিজ্ঞান বিভাগের রথীন সাহা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ রাব্বী হোসেন, ইশতিয়াক আহমেদ তূর্জ ও মোঃ সানজিম তাসরিক সিনহা, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সাদিয়া ইয়াসমিন মোহনা, ম্যানেজমেন্ট বিভাগের মোঃ ওসমান শেখ, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের মোঃ তাফসীর এবং মার্কেটিং বিভাগের মিশকাত বিন অয়ন।
জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাসিম রেজা ও প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. শারমিন সুরাইয়া এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক তনয় চক্রবর্তী।




















