ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে। গান, খেলাধুলা, ভ্রমণ, থেকে শুরু করে শোবিজ তারকা, জনপ্রিয় নাটক, শীর্ষ খবর, কোন কোন বিষয় নিয়ে চলতি বছরে ইউজাররা সবচেয়ে বেশি কৌতূহলী ছিলেন, সেটি এই তালিকায় উঠে আসে।

২০২৫ সালের এই তালিকা অনুযায়ী, বিনোদনের পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনেও বাংলাদেশি ইউজাররা টিকটকে এখন ব্যবহার করছে। কী ট্রেন্ড চলছে, কোন খেলোয়াড় আলোচনায় এসেছে, কোথায় ঘুরতে যাওয়া যায় বা নতুন কিছু শেখা, এসব জানতে তারা টিকটকে সার্চ করছে। বিশেষ করে ক্রিয়েটরদের তৈরি সহজ ও স্থানীয় ভাষার কনটেন্ট ইউজারদের দ্রুত তথ্য পেতে সাহায্য করছে।

টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, “সবাই এখন দ্রুত তথ্য, পরামর্শ ও ব্যাখ্যা পেতে চায়। খেলাধুলার বড় মুহূর্ত হোক, ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায়, নতুন কিছু শেখা কিংবা কিছু কেনার আগে রিভিউ দেখা, বাংলাদেশি ইউজাররা এমন বিভিন্ন বিষয় জানতে টিকটকের ওপর নির্ভর করছে। এবছরের শীর্ষ সার্চগুলোতে দেখা যায়, কীভাবে টিকটক মানুষকে সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করছে।”

চলতি বছরে সার্চ করা জায়গাগুলোর তালিকায় বিদেশি গন্তব্যের পাশাপাশি দেশের পরিচিত স্থানও ছিল। জনপ্রিয় তারকা, নাটক, গান এবং বিশেষ কোনো কনটেন্ট সার্চে বড় জায়গা নিয়েছে, যা বাংলাদেশের পপ কালচারের চিত্র তুলে ধরে। ২০২৫ সালে কিছু কনটেন্ট ট্যাগের সার্চ উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে। এর মধ্যে, #TravelTok-এর সার্চ বেড়েছে ৬৩ শতাংশ, #FoodTok বেড়েছে ৪০ শতাংশ। #BookTok এর সার্চ বেড়েছে ৪১ শতাংশ এবং সবচেয়ে বেশি বেড়েছে #LearnOnTikTok, যার সার্চের পরিমাণ আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালে বাংলাদেশে টিকটকে সবচেয়ে বেশি হওয়া সার্চ:
বিভিন্ন ক্যাটাগরিতে টিকটকে জনপ্রিয় সার্চগুলো উঠে এসেছে, তবে এতে কোনো নির্দিষ্ট ক্রম অনুসরণ করা হয়নি।
সবচেয়ে বেশি সার্চ হওয়া শোবিজ তারকার মধ্যে ছিলেন ইয়াশ রোহান, হানিয়া আমির, তানজিয়া জামান মিথিলা, তাসনিয়া ফারিন এবং শবনম ফারিয়া। সবচেয়ে বেশি সার্চ হওয়া সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন রিয়াদ আহসান, তালউইন্দার, লালন ব্যান্ড সুমি, প্রীতম হাসান এবং টেইলর সুইফট।

টিকটক ক্রিয়েটরদের মধ্যে নুসরাত জাহান অন্তরা, রথী আহমেদ, ইফতেখার রাফসান, সালমান মুক্তাদির এবং ওমর অলওয়েজ অন ফায়ার বেশি সার্চ করা হয়েছে। ক্রীড়াবিদদের মধ্যে লামিন ইয়ামাল, জায়ান আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজদের মতো জনপ্রিয় ক্রীড়াবিদদের সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে।

সবচেয়ে বেশি সার্চ হওয়া দর্শনীয় স্থান ছিল দুবাই, ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড এবং ফটিকছড়ি মিনি কাশ্মীর। এছাড়া, সার্চ হওয়া টিভি শো বা নাটকের মাঝে দর্শকরা সবচেয়ে বেশি খুঁজেছেন অনুরাগের ছোঁয়া, কুসুম, কথা, ব্যাচেলর পয়েন্ট এবং পরিণীতা।

২০২৫ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর মধ্যে ছিল ব্যালন ডি’অর ২০২৫, মিস ইউনিভার্স বাংলাদেশ, ব্লাড মুন, পুলিশের নতুন পোশাক এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। সবচেয়ে বেশিবার এই মুহুর্তগুলোই সার্চ করা হয়েছে। সার্চের শীর্ষে থাকা গানগুলোর মধ্যে রয়েছে তাফসির শারনের ‘সোনার তরী’, প্রীতম হাসান ও দোলা রহমানের গাওয়া ‘চাঁদ মামা (বরবাদ সিনেমা)’, ঈশান ও শুভেন্দু দাস শুভর ‘গুলবাহার’, মানু ও আনুরাল খালিদের ‘ঝোল’ এবং ঋতু রাজ ও নন্দিতার ‘বুলবুলি’।

এছাড়াও এআই ফটো এডিট, ক্রিয়েটর সার্চ ইনসাইটস, ইসলামিক ভিডিও, মিস্টার বিন এবং ফুল স্টেপ স্কিন কেয়ার, এই বিষয়গুলোও বিশেষভাবে নজর কাড়ে।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

প্রকাশিত ০২:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে। গান, খেলাধুলা, ভ্রমণ, থেকে শুরু করে শোবিজ তারকা, জনপ্রিয় নাটক, শীর্ষ খবর, কোন কোন বিষয় নিয়ে চলতি বছরে ইউজাররা সবচেয়ে বেশি কৌতূহলী ছিলেন, সেটি এই তালিকায় উঠে আসে।

২০২৫ সালের এই তালিকা অনুযায়ী, বিনোদনের পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনেও বাংলাদেশি ইউজাররা টিকটকে এখন ব্যবহার করছে। কী ট্রেন্ড চলছে, কোন খেলোয়াড় আলোচনায় এসেছে, কোথায় ঘুরতে যাওয়া যায় বা নতুন কিছু শেখা, এসব জানতে তারা টিকটকে সার্চ করছে। বিশেষ করে ক্রিয়েটরদের তৈরি সহজ ও স্থানীয় ভাষার কনটেন্ট ইউজারদের দ্রুত তথ্য পেতে সাহায্য করছে।

টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, “সবাই এখন দ্রুত তথ্য, পরামর্শ ও ব্যাখ্যা পেতে চায়। খেলাধুলার বড় মুহূর্ত হোক, ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায়, নতুন কিছু শেখা কিংবা কিছু কেনার আগে রিভিউ দেখা, বাংলাদেশি ইউজাররা এমন বিভিন্ন বিষয় জানতে টিকটকের ওপর নির্ভর করছে। এবছরের শীর্ষ সার্চগুলোতে দেখা যায়, কীভাবে টিকটক মানুষকে সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করছে।”

চলতি বছরে সার্চ করা জায়গাগুলোর তালিকায় বিদেশি গন্তব্যের পাশাপাশি দেশের পরিচিত স্থানও ছিল। জনপ্রিয় তারকা, নাটক, গান এবং বিশেষ কোনো কনটেন্ট সার্চে বড় জায়গা নিয়েছে, যা বাংলাদেশের পপ কালচারের চিত্র তুলে ধরে। ২০২৫ সালে কিছু কনটেন্ট ট্যাগের সার্চ উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে। এর মধ্যে, #TravelTok-এর সার্চ বেড়েছে ৬৩ শতাংশ, #FoodTok বেড়েছে ৪০ শতাংশ। #BookTok এর সার্চ বেড়েছে ৪১ শতাংশ এবং সবচেয়ে বেশি বেড়েছে #LearnOnTikTok, যার সার্চের পরিমাণ আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালে বাংলাদেশে টিকটকে সবচেয়ে বেশি হওয়া সার্চ:
বিভিন্ন ক্যাটাগরিতে টিকটকে জনপ্রিয় সার্চগুলো উঠে এসেছে, তবে এতে কোনো নির্দিষ্ট ক্রম অনুসরণ করা হয়নি।
সবচেয়ে বেশি সার্চ হওয়া শোবিজ তারকার মধ্যে ছিলেন ইয়াশ রোহান, হানিয়া আমির, তানজিয়া জামান মিথিলা, তাসনিয়া ফারিন এবং শবনম ফারিয়া। সবচেয়ে বেশি সার্চ হওয়া সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন রিয়াদ আহসান, তালউইন্দার, লালন ব্যান্ড সুমি, প্রীতম হাসান এবং টেইলর সুইফট।

টিকটক ক্রিয়েটরদের মধ্যে নুসরাত জাহান অন্তরা, রথী আহমেদ, ইফতেখার রাফসান, সালমান মুক্তাদির এবং ওমর অলওয়েজ অন ফায়ার বেশি সার্চ করা হয়েছে। ক্রীড়াবিদদের মধ্যে লামিন ইয়ামাল, জায়ান আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজদের মতো জনপ্রিয় ক্রীড়াবিদদের সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে।

সবচেয়ে বেশি সার্চ হওয়া দর্শনীয় স্থান ছিল দুবাই, ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড এবং ফটিকছড়ি মিনি কাশ্মীর। এছাড়া, সার্চ হওয়া টিভি শো বা নাটকের মাঝে দর্শকরা সবচেয়ে বেশি খুঁজেছেন অনুরাগের ছোঁয়া, কুসুম, কথা, ব্যাচেলর পয়েন্ট এবং পরিণীতা।

২০২৫ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর মধ্যে ছিল ব্যালন ডি’অর ২০২৫, মিস ইউনিভার্স বাংলাদেশ, ব্লাড মুন, পুলিশের নতুন পোশাক এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। সবচেয়ে বেশিবার এই মুহুর্তগুলোই সার্চ করা হয়েছে। সার্চের শীর্ষে থাকা গানগুলোর মধ্যে রয়েছে তাফসির শারনের ‘সোনার তরী’, প্রীতম হাসান ও দোলা রহমানের গাওয়া ‘চাঁদ মামা (বরবাদ সিনেমা)’, ঈশান ও শুভেন্দু দাস শুভর ‘গুলবাহার’, মানু ও আনুরাল খালিদের ‘ঝোল’ এবং ঋতু রাজ ও নন্দিতার ‘বুলবুলি’।

এছাড়াও এআই ফটো এডিট, ক্রিয়েটর সার্চ ইনসাইটস, ইসলামিক ভিডিও, মিস্টার বিন এবং ফুল স্টেপ স্কিন কেয়ার, এই বিষয়গুলোও বিশেষভাবে নজর কাড়ে।