জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাদারীপুর জেলা ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অঞ্চল ও নগর পরিকল্পনা বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রিমনকে সভাপতি ও একই ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আবিদ হাসান খান কৌশিক ও সাধারণ সম্পাদক লামিয়া রহমান তৌষি (পূর্ণতা), স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে আছেন ৫০ তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী জাফর মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক পদে আছেন ৫০ তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শালমান শাহ্।
বিবৃতিতে বলা হয়, আগামী ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
কমিটির নতুন সভাপতি মেহেদী হাসান রিমন বলেন, ভবিষ্যতে মাদারীপুর জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব।
সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, মাদারীপুর জেলা ছাত্র সংসদ মাদরীপুরের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে। আমি স্বপ্ন দেখি আগামীতে মাদারীপুর জেলা ছাত্র সংসদকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।



















