ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজ শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রতি ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ Logo পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামপন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি Logo তরুণ উদ্যোক্তাদের ভাবনাকে সামনে রেখে বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা Logo সৌন্দর্য ও শক্তির মেলবন্ধনে নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স Logo কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি Logo জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ Logo হাবিপ্রবির সিএসই অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জামিল সুলতান Logo ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo আজিমপুর বয়েজ ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প Logo পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগে ইসি ঘেরাও ছাত্রদলের

হাবিপ্রবির সিএসই অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জামিল সুলতান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. জামিল সুলতান।

রবিবার (১৮ জানুয়ারি) থেকে তিনি আগামী দুই বছর সিএসই ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সাল থেকে ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন সিএসই বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান বলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা আমার ওপর আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই ফ্যাকাল্টির শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করে যাবো। সকলের সহযোগিতায় সকলকে সাথে নিয়ে এই ফ্যাকাল্টিকে এগিয়ে নিয়ে যাবো।

প্রফেসর ড. জামিল সুলতান ২০০৬ সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ইইই বিভাগে লেকচারার হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। এরপর তিনি ২০০৮ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সিএসটিই বিভাগে এবং পরে একই সালে হাবিপ্রবিতে ইইই বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১০ সালে সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

বর্তমানে তিনি দ্বিতীয় মেয়াদে ইইই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইইই বিভাগের চেয়ারম্যান ছিলেন এবং একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলের হল সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। নোবিপ্রবিতে কর্মরত অবস্থায় তিনি হযরত বিবি খাদিজা হলের সহকারী হল প্রভোস্ট ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০০২ সালে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ২০২১ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জনপ্রিয়

সাত কলেজ শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রতি ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ

হাবিপ্রবির সিএসই অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জামিল সুলতান

প্রকাশিত ১০:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. জামিল সুলতান।

রবিবার (১৮ জানুয়ারি) থেকে তিনি আগামী দুই বছর সিএসই ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সাল থেকে ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন সিএসই বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান বলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা আমার ওপর আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই ফ্যাকাল্টির শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করে যাবো। সকলের সহযোগিতায় সকলকে সাথে নিয়ে এই ফ্যাকাল্টিকে এগিয়ে নিয়ে যাবো।

প্রফেসর ড. জামিল সুলতান ২০০৬ সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ইইই বিভাগে লেকচারার হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। এরপর তিনি ২০০৮ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সিএসটিই বিভাগে এবং পরে একই সালে হাবিপ্রবিতে ইইই বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১০ সালে সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

বর্তমানে তিনি দ্বিতীয় মেয়াদে ইইই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইইই বিভাগের চেয়ারম্যান ছিলেন এবং একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলের হল সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। নোবিপ্রবিতে কর্মরত অবস্থায় তিনি হযরত বিবি খাদিজা হলের সহকারী হল প্রভোস্ট ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০০২ সালে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ ২০২১ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।