ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন Logo সাত কলেজ শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রতি ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ Logo পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামপন্টের মাধ্যমে গেমিং জগতে যুক্ত হলো রবি Logo তরুণ উদ্যোক্তাদের ভাবনাকে সামনে রেখে বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা Logo সৌন্দর্য ও শক্তির মেলবন্ধনে নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স Logo কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি Logo জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ Logo হাবিপ্রবির সিএসই অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. জামিল সুলতান Logo ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo আজিমপুর বয়েজ ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. জামাল উদ্দিন। তিনি ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মো. জামাল উদ্দিন বলেন, এটি তাঁর জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনুষদের প্রধান হিসেবে তিনি শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিলম্ব যেন না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে।

তিনি আরও জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আউটকাম বেসড (OB) সিলেবাসকে চলমান বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করা হবে।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করা হবে। এতে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান বৃদ্ধি পাবে।

উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে হাবিপ্রবির শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি চাকরির বাজারে আরও দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে জব ফেয়ার আয়োজন, সেমিনার, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, বায়োডাটা আপডেটিং কর্মশালা এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি।

নতুন ডিনের নেতৃত্বে ব্যবসায় শিক্ষা অনুষদ আরও আধুনিক, গবেষণাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের।

জনপ্রিয়

হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন

হাবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন

প্রকাশিত ০২:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. জামাল উদ্দিন। তিনি ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মো. জামাল উদ্দিন বলেন, এটি তাঁর জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনুষদের প্রধান হিসেবে তিনি শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। কোনো ধরনের অপ্রয়োজনীয় বিলম্ব যেন না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে।

তিনি আরও জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আউটকাম বেসড (OB) সিলেবাসকে চলমান বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করা হবে।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করা হবে। এতে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান বৃদ্ধি পাবে।

উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে হাবিপ্রবির শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি চাকরির বাজারে আরও দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে জব ফেয়ার আয়োজন, সেমিনার, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, বায়োডাটা আপডেটিং কর্মশালা এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি।

নতুন ডিনের নেতৃত্বে ব্যবসায় শিক্ষা অনুষদ আরও আধুনিক, গবেষণাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের।