জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জাবি উপাচার্য কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত আশাব্যঞ্জক।
এসময় তিনি উল্লেখ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক ও গবেষক বর্তমানে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণায় নিয়োজিত রয়েছেন, যা জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জাবির সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
ভবিষ্যতেও শিক্ষা ও গবেষণায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি গবেষণাকে মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
এ সময় জাপানের জিচি মেডিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাহোকো ইচিহারা (Sahoko Ichihara), সহযোগী অধ্যাপক ড. মিসে নাথান (MISE Nathan), ড. একেগামি আকিহিকো (IKEGAMI Akihiko) ও ড. কিতামুরা ইউকি (Kitamura Yuki) উপস্থিত ছিলেন।
এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন ও ড. মো. মোস্তাফিজুর রহমান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমানসহ সংশ্লিষ্টরা সৌজন্য সাক্ষাতে অংশ নেন।




















