ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

‘বুড়ি’ বলায় ভক্তের ওপর চটলেন স্বস্তিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৯ বার পঠিত

দুই মাস পর ৪৪-এ পা দেবেন স্বস্তিকা। এখনও নায়িকা হিসেবে মূল চরিত্রেও দেখা মেলে তার। যে কারণে ভক্তরা ভালোবেসে স্বস্তিকাকে এভারগ্রিন বিউটি বলে থাকেন।

আবার কারও মতে, ৬০ বছর বয়সেও একই রকম বোল্ড আর বিউটিফুল থাকবেন তিনি। কারণ ৪৪-এও বিকিনি পরে ঘুরে বেড়ান নায়িকা। আবার নো-মেকআপ লুকেও ছবি দিতে ভয় পান না।

সম্প্রতি পূজা শেষ হতেই হলুদ কুর্তায় সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিষ্টি ছবি প্রকাশ করতেই ট্রলের মুখে পড়লেন নায়িকা। যেখানে এক ভক্ত তার ছবিতে মন্তব্য করেন, ‘বুড়ি বুড়ি ভাব চলে আসলো’।

সেই মন্তব্য চোখ এড়ায়নি স্বস্তিকার। পাল্টা জবাবে সেই মন্তব্যকারীকে উদ্দেশ্য করে লিখলেন, ‘সারা জীবন তো ছুঁরি থাকা সম্ভব না দাদা। আপনি কি এখনও ডায়পার পরে ঘুরছেন?’

সেই ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছিলেন, ‘এমনি’। যা অত্যধিক পরিমাণে ব্যবহার করেন তার টেক্কা কো-স্টার দেব। সুতরাং স্বস্তিকার ক্যাপশন দেখে উত্তেজিত দেব ভক্তরা।

একজন লেখেন, ‘শিরায় শিরায় রক্ত, স্বস্তিকা দি দেবদার ভক্ত’। কেউ লিখলেন, ‘দিদি তুমি দেবদার থেকে ক্যাপশনটা ধার করেছো?’ সব প্রশ্নেরই ইতিবাচক জবাব দিয়েছেন অভিনেত্রী। কেবল সেই বুড়ি মন্তব্যের বাইরে।

ট্রোলিং প্রসঙ্গ এর আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন,‘বিশ্বব্যাপী এত পরিবর্তনের মাঝে আমরা আশা করেছিলাম মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে তবে তা শুধুই নিম্নগামী বা নরকের পথে পরিবর্তন। আজ শুধু আমি কেন , যেকোনো মেয়ে যদি পুরুষের মতো মদের দোকানে যায়, শর্টস পরে, সিগারেট খায় সাথে সাথে প্রশ্ন উঠবে। কিন্তু চুপ করে থাকার তো কোনো মানে নেই , প্রতিবাদ করতে হবে। না করলে সোশ্যাল মিডিয়াতে থাকারও মানে নেই।’

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

‘বুড়ি’ বলায় ভক্তের ওপর চটলেন স্বস্তিকা

প্রকাশিত ০৭:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

দুই মাস পর ৪৪-এ পা দেবেন স্বস্তিকা। এখনও নায়িকা হিসেবে মূল চরিত্রেও দেখা মেলে তার। যে কারণে ভক্তরা ভালোবেসে স্বস্তিকাকে এভারগ্রিন বিউটি বলে থাকেন।

আবার কারও মতে, ৬০ বছর বয়সেও একই রকম বোল্ড আর বিউটিফুল থাকবেন তিনি। কারণ ৪৪-এও বিকিনি পরে ঘুরে বেড়ান নায়িকা। আবার নো-মেকআপ লুকেও ছবি দিতে ভয় পান না।

সম্প্রতি পূজা শেষ হতেই হলুদ কুর্তায় সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিষ্টি ছবি প্রকাশ করতেই ট্রলের মুখে পড়লেন নায়িকা। যেখানে এক ভক্ত তার ছবিতে মন্তব্য করেন, ‘বুড়ি বুড়ি ভাব চলে আসলো’।

সেই মন্তব্য চোখ এড়ায়নি স্বস্তিকার। পাল্টা জবাবে সেই মন্তব্যকারীকে উদ্দেশ্য করে লিখলেন, ‘সারা জীবন তো ছুঁরি থাকা সম্ভব না দাদা। আপনি কি এখনও ডায়পার পরে ঘুরছেন?’

সেই ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছিলেন, ‘এমনি’। যা অত্যধিক পরিমাণে ব্যবহার করেন তার টেক্কা কো-স্টার দেব। সুতরাং স্বস্তিকার ক্যাপশন দেখে উত্তেজিত দেব ভক্তরা।

একজন লেখেন, ‘শিরায় শিরায় রক্ত, স্বস্তিকা দি দেবদার ভক্ত’। কেউ লিখলেন, ‘দিদি তুমি দেবদার থেকে ক্যাপশনটা ধার করেছো?’ সব প্রশ্নেরই ইতিবাচক জবাব দিয়েছেন অভিনেত্রী। কেবল সেই বুড়ি মন্তব্যের বাইরে।

ট্রোলিং প্রসঙ্গ এর আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন,‘বিশ্বব্যাপী এত পরিবর্তনের মাঝে আমরা আশা করেছিলাম মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে তবে তা শুধুই নিম্নগামী বা নরকের পথে পরিবর্তন। আজ শুধু আমি কেন , যেকোনো মেয়ে যদি পুরুষের মতো মদের দোকানে যায়, শর্টস পরে, সিগারেট খায় সাথে সাথে প্রশ্ন উঠবে। কিন্তু চুপ করে থাকার তো কোনো মানে নেই , প্রতিবাদ করতে হবে। না করলে সোশ্যাল মিডিয়াতে থাকারও মানে নেই।’