জাতীয় দলের বাইরে থাকা ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশগমন নিষিদ্ধ করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাকিবসহ অভিযুক্তরা সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়েরের নেতৃত্বে সরকারি বিধি, শেয়ারবাজার আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকার অনিয়ম করেছেন। অবৈধভাবে অর্থ আত্মসাৎ, শেয়ারবাজারে বিনিয়োগ ও সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদক আশঙ্কা করছে অভিযুক্তরা দেশত্যাগ করে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। এজন্য তাদের বিদেশযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন:
-
মো. আবুল খায়ের
-
কাজী সাদিয়া হাসান
-
আবুল কালাম মাদবর
-
কনিকা আফরোজ
-
মোহাম্মদ বাশার
-
সাজেদ মাদবর
-
আলেয়া বেগম
-
কাজি ফুয়াদ হাসান
-
কাজী ফরিদ হাসান
-
শিরিন আক্তার
-
জাভেদ এ মতিন
-
মো. জাহেদ কামাল
-
মো. হুমায়ুন কবির
-
তানভির নিজাম
