নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালু হাজী ও ধনু হাজী এলাকাবাসীর স্বাস্থ্য সচেতনতায় বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বুধবার (২৩ জুলাই) এই নেতার তত্বাবধানে ওয়ার্ডটির মশক নিধন কার্যক্রম পরিচালিত করা হয়।
মশক নিধন কার্যক্রমের অংশ হিসবে নাসিক ২নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, ড্রেন ও খালের পাশে কীটনাশক ছিটানো হয়। এসময় স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত ওষুধ প্রয়োগ করা হয়।
রাকিবুল ইসলাম বলেন, বর্ষাকালে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। এই কর্মসূচি আমাদের ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান, ওয়ার্ডে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে তারা নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাবেন।
এই কর্মসূচির মাধ্যমে রকিবুল ইসলামের নেতৃত্বে ২ নং ওয়ার্ডে জনস্বাস্থ্য রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
