ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

পিএসএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯৭ কোটি রুপি দেবে পিসিবি

পিএসএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯৭ কোটি রুপি দেবে পিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণকারী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯৭ কোটি রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বশেষ আসরে অংশ নেওয়া প্রতিটি দলকেই কেন্দ্রীয় আয় থেকে এই অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছে পিসিবির ফাইন্যান্স কমিটি।

তবে জানা গেছে, কাঠামোগত জটিলতা ও আর্থিক হিসাব সংক্রান্ত কিছু সমস্যার কারণে পুরো অর্থপ্রদান প্রক্রিয়ায় দেরি হচ্ছে। এখনও কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের সম্পূর্ণ হিসাব জমা না দেয়ায় চূড়ান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়া স্থগিত রয়েছে। ফলে খেলোয়াড়দেরও তাদের চুক্তিভিত্তিক পারিশ্রমিকের শেষ ৩০ শতাংশ পাওনা আটকে আছে।

পিএসএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করা হয়, আর বাকি ৩০ শতাংশ ফাইনালের পর বোর্ডের মাধ্যমে পরিশোধ করার কথা। তবে ইনজুরির কারণে ম্যাচ মিস করা খেলোয়াড়েরা পান মোট ফি’র ৫০ শতাংশ এবং যারা একেবারেই মাঠে নামার সুযোগ পাননি, তারা পান ২০ শতাংশ। তবে কিছু ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম মানছে না বলে অভিযোগ রয়েছে।

এদিকে, পূর্বের চ্যাম্পিয়ন মুলতান সুলতানস প্রতি মৌসুমে উচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি প্রদান করায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে। যদিও বাকি দলগুলো আর্থিকভাবে তুলনামূলক নিরাপদ অবস্থানে রয়েছে।

পিসিবি জানিয়েছে, ৫ জুলাইয়ের পর বাকি থাকা ৫০ শতাংশ রাজস্ব দ্রুত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বিতরণ করা হবে এবং খেলোয়াড়দের পাওনাও দ্রুত পরিশোধ করা হবে। তবে বোর্ডের নতুন চিফ অপারেটিং অফিসার সালমান নাসের এশিয়া কাপ আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় পিএসএল-সংশ্লিষ্ট কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

পিএসএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯৭ কোটি রুপি দেবে পিসিবি

প্রকাশিত ১১:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণকারী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯৭ কোটি রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বশেষ আসরে অংশ নেওয়া প্রতিটি দলকেই কেন্দ্রীয় আয় থেকে এই অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছে পিসিবির ফাইন্যান্স কমিটি।

তবে জানা গেছে, কাঠামোগত জটিলতা ও আর্থিক হিসাব সংক্রান্ত কিছু সমস্যার কারণে পুরো অর্থপ্রদান প্রক্রিয়ায় দেরি হচ্ছে। এখনও কিছু ফ্র্যাঞ্চাইজি তাদের সম্পূর্ণ হিসাব জমা না দেয়ায় চূড়ান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়া স্থগিত রয়েছে। ফলে খেলোয়াড়দেরও তাদের চুক্তিভিত্তিক পারিশ্রমিকের শেষ ৩০ শতাংশ পাওনা আটকে আছে।

পিএসএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করা হয়, আর বাকি ৩০ শতাংশ ফাইনালের পর বোর্ডের মাধ্যমে পরিশোধ করার কথা। তবে ইনজুরির কারণে ম্যাচ মিস করা খেলোয়াড়েরা পান মোট ফি’র ৫০ শতাংশ এবং যারা একেবারেই মাঠে নামার সুযোগ পাননি, তারা পান ২০ শতাংশ। তবে কিছু ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম মানছে না বলে অভিযোগ রয়েছে।

এদিকে, পূর্বের চ্যাম্পিয়ন মুলতান সুলতানস প্রতি মৌসুমে উচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি প্রদান করায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে। যদিও বাকি দলগুলো আর্থিকভাবে তুলনামূলক নিরাপদ অবস্থানে রয়েছে।

পিসিবি জানিয়েছে, ৫ জুলাইয়ের পর বাকি থাকা ৫০ শতাংশ রাজস্ব দ্রুত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বিতরণ করা হবে এবং খেলোয়াড়দের পাওনাও দ্রুত পরিশোধ করা হবে। তবে বোর্ডের নতুন চিফ অপারেটিং অফিসার সালমান নাসের এশিয়া কাপ আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় পিএসএল-সংশ্লিষ্ট কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।