ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

এশিয়ান কাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্সের পর এবার এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণের পালা বাংলাদেশের তরুণীদের। সেই লক্ষ্য সামনে রেখেই আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বকে কেন্দ্র করে ২৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (৩১ জুলাই) বাফুফে ভবনে দল ঘোষণা করেন দলের প্রধান কোচ পিটার বাটলার।

সাম্প্রতিক সাফজয়ী দলের ওপর পূর্ণ আস্থা রেখেই স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আনেননি বাটলার। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আবারও দলে জায়গা পেয়েছেন মোসাম্মৎ সাগরিকা, যিনি সাফ চ্যাম্পিয়নশিপে মাত্র তিন ম্যাচে ৮ গোল করে দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে অবস্থান করছে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুর। এইচ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাওসে। আগামী ২ আগস্ট দেশ ছেড়ে লাওসের উদ্দেশে যাত্রা করবে বাটলারের শিষ্যরা।

উল্লেখ্য, এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৩৩টি দেশ। আটটি গ্রুপের শীর্ষ দল সরাসরি মূল পর্বে খেলবে। পাশাপাশি সব গ্রুপ মিলিয়ে দ্বিতীয় স্থান পাওয়া সেরা তিনটি দলও সুযোগ পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টে অংশ নেওয়ার।

সম্প্রতি অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে অপরাজিত থেকে শিরোপা জেতে বাংলাদেশ। সেই অর্জনের আত্মবিশ্বাসকে পুঁজি করেই এবার আরও বড় লক্ষ্যে এগিয়ে যেতে চায় লাল-সবুজের মেয়েরা।

বাংলাদেশের ম্যাচ সূচি (এইচ গ্রুপ)
৬ আগস্ট: বাংলাদেশ বনাম লাওস
৮ আগস্ট: বাংলাদেশ বনাম পূর্ব তিমুর
১০ আগস্ট: বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া

অনূর্ধ্ব-২০ বাংলাদেশ নারী স্কোয়াড
গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।
‎ডিফেন্ডার: জয়নব বিবি, আফিদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার। ‎
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

এশিয়ান কাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাফুফে

প্রকাশিত ১০:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্সের পর এবার এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণের পালা বাংলাদেশের তরুণীদের। সেই লক্ষ্য সামনে রেখেই আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বকে কেন্দ্র করে ২৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (৩১ জুলাই) বাফুফে ভবনে দল ঘোষণা করেন দলের প্রধান কোচ পিটার বাটলার।

সাম্প্রতিক সাফজয়ী দলের ওপর পূর্ণ আস্থা রেখেই স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আনেননি বাটলার। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আবারও দলে জায়গা পেয়েছেন মোসাম্মৎ সাগরিকা, যিনি সাফ চ্যাম্পিয়নশিপে মাত্র তিন ম্যাচে ৮ গোল করে দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে অবস্থান করছে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুর। এইচ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাওসে। আগামী ২ আগস্ট দেশ ছেড়ে লাওসের উদ্দেশে যাত্রা করবে বাটলারের শিষ্যরা।

উল্লেখ্য, এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৩৩টি দেশ। আটটি গ্রুপের শীর্ষ দল সরাসরি মূল পর্বে খেলবে। পাশাপাশি সব গ্রুপ মিলিয়ে দ্বিতীয় স্থান পাওয়া সেরা তিনটি দলও সুযোগ পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টে অংশ নেওয়ার।

সম্প্রতি অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে অপরাজিত থেকে শিরোপা জেতে বাংলাদেশ। সেই অর্জনের আত্মবিশ্বাসকে পুঁজি করেই এবার আরও বড় লক্ষ্যে এগিয়ে যেতে চায় লাল-সবুজের মেয়েরা।

বাংলাদেশের ম্যাচ সূচি (এইচ গ্রুপ)
৬ আগস্ট: বাংলাদেশ বনাম লাওস
৮ আগস্ট: বাংলাদেশ বনাম পূর্ব তিমুর
১০ আগস্ট: বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া

অনূর্ধ্ব-২০ বাংলাদেশ নারী স্কোয়াড
গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।
‎ডিফেন্ডার: জয়নব বিবি, আফিদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার। ‎
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।