Ovijatra
ঢাকাSaturday , 2 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

বরিশালের কোচ হলেন আশরাফুল

Link Copied!

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসরে বরিশাল বিভাগের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘আমরা বরিশালের কোচ হিসেবে আশরাফুলকে নিয়েছি। নিজ থেকেই আগ্রহ দেখিয়েছে সে। অ্যাশ বলেছিল, সে কোচ হতে চায়। যেহেতু বরিশালের হয়ে সে দুই বছর খেলেছে, তাই আমরা তাকে দলের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছি।’

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর কোচিংয়ে যুক্ত হন আশরাফুল। এর আগে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সের সঙ্গেও কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন।

বিসিবির লক্ষ্য এখন ঘরোয়া ক্রিকেটে সাবেক অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা। এ বিষয়ে আকরাম বলেন, ‘আশরাফুল দীর্ঘদিন জাতীয় দলে খেলেছে। সেলিম, রোকন ও আফতাবের মত খেলোয়াড়রাও আছেন। আমরা তাদের সঙ্গেও আলোচনা করব। যদি তারা আগ্রহ দেখায়, তবে তাদেরও যুক্ত করা হবে। এতে বর্তমান ক্রিকেটাররা উপকৃত হবে।’

আঞ্চলিক ক্রিকেট উন্নয়ন নিয়েও কথা বলেন আকরাম। জানান, দেশের বিভিন্ন জেলায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে নানা কার্যক্রম পরিচালনা করছে বিসিবি।

তিনি বলেন, ‘আমরা এবার চট্টগ্রামে একটি আঞ্চলিক টি-টোয়েন্টি আয়োজন করছি, যা শুরু হবে ২৭ আগস্ট থেকে। এই বিভাগে ১১টি জেলা রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘যদি এই টুর্নামেন্ট থেকে দুই-তিনজন ভালো মানের খেলোয়াড় উঠে আসে, তাহলে তারা চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে পারবে। এটি আমাদের বোর্ড সভাপতির পরিকল্পনা, এবং সেভাবেই আমরা প্রথমবারের মতো আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।