বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল। ২০২৪-২৫ মৌসুমে ফুটবলারদের পারফরমেন্স বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে।
এবার ব্যালন ডি’অর জয়ীর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে। কোচ লুইস এনরিকের অধীনে অসাধারণ মৌসুম কাটানো ২৮ বছর বয়সী এই উইঙ্গার ট্রফির প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
তালিকায় আরও রয়েছেন বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল ও তার ব্রাজিলিয়ান সতীর্থ রাফিনহা। গতবারের বিজয়ী ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রড্রি ইনজুরির কারণে বাইরে থাকলেও তার ক্লাব সতীর্থ আর্লিং হালান্ড এবারও জায়গা পেয়েছেন।
পুরুষ বিভাগে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা:
১. ওসমানে ডেম্বেলে (পিএসজি)
২. গিয়ানলুইগি ডোনারুমা (পিএসজি)
৩. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ)
৪. ডিসায়ার ডুয়ে (পিএসজি)
৫. ডেনজেল ডামফ্রাইস (ইন্টার মিলান)
৬. সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড)
৭. আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
৮. ভিক্টর গিওকেরেস (আর্সেনাল)
৯. আশরাফ হাকিমি (পিএসজি)
১০. হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ)
১১. কাভিচা কাভারাটসখেলিয়া (পিএসজি)
১২. রবার্ট লিওয়ানদোস্কি (বার্সেলোনা)
১৩. এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার (লিভারপুল)
১৪. লটারো মার্টিনেজ (ইন্টার মিলান)
১৫. স্কট ম্যাকটোমিনে (নাপোলি)
১৬. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)
১৭. নুনো মেনডেস (পিএসজি)
১৮. হুয়াও নেভেস (পিএসজি)
১৯. পেড্রি (বার্সেলোনা)
২০. কোল পালমার (চেলসি)
২১. মিখায়েল ওলিসে (বায়ার্ন মিউনিখ)
২২. রাফিনহা (বার্সেলোনা)
২৩. ডিক্লান রাইস (আর্সেনাল)
২৪. ফাবিয়ান রুইজ (পিএসজি)
২৫. ভার্জিল ফন ডাইক (লিভারপুল)
২৬. মোহাম্মদ সালাহ (লিভারপুল)
২৭. ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
২৮. ভিটিনহা (পিএসজি)
২৯. লামিন ইয়ামাল (বার্সেলোনা)
৩০. ফ্লোরিয়ান রিটজ (লিভারপুল)
নারী ব্যালন ডি’অর সংক্ষিপ্ত তালিকা:
নারী ফুটবলেও তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বের শীর্ষ তারকারা। স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, ফ্রান্স ও আফ্রিকার দেশগুলোর ফুটবলারদের মধ্যে রয়েছে শক্ত প্রতিদ্বন্দ্বিতা।
৩০ জনের পূর্ণ তালিকা আগের মতোই থাকবে
বর্ষসেরা ক্লাব (পুরুষ বিভাগ):
বার্সেলোনা
বোটাফোগো
চেলসি
লিভারপুল
পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী বিভাগ):
আর্সেনাল
বার্সেলোনা
চেলসি
ওএল লিঁওনেস
ওরলান্ডো প্রাইড
বর্ষসেরা কোচ (ইওহান ক্রুইফ ট্রফি) – পুরুষ বিভাগ:
১. এন্টোনিও কন্টে (নাপোলি)
২. লুইস এনরিকে (পিএসজি)
৩. হান্সি ফ্লিক (বার্সেলোনা)
৪. এনজো মারসেকা (চেলসি)
৫. আর্নে স্লট (লিভারপুল)
লেভ ইয়াসিন ট্রফি – বর্ষসেরা গোলরক্ষক:
১. এমিলিয়ানো মার্টিনেজ
২. এ্যালিসন বেকার
৩. ইয়াসিন বুনো
৪. লুকাস শেভালিয়ার
৫. থিবো কুর্তোয়া
৬. গিয়ানলুইগি ডোনারুমা
৭. ইয়ান ওবলাক
৮. ডেভিড রায়া
৯. ম্যাটজ সেলেস
১০. ইয়ান সোমার
চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২০২৫ সালের অক্টোবরের শেষে প্যারিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে। কে জিতবে এবারের ব্যালন ডি’অর? ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা শুরু এখনই!
